জয়পুর: আইপিএলের দ্বিতীয় পর্বে রাজস্থান রয়্যালস পাচ্ছে না তাঁদের প্রধান তারকা ব্যাটসম্যান জস বাটলারকে। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। তার জন্যই এই বিশেষ মুহূর্তে স্ত্রীর পাশে থাকতে আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্য়ান্ডের এই মারকুটে ব্যাটসম্যান। রাজস্থান রয়্যালস শিবিরের তরফে সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানানো হয়েছে। বাটলারের বদলে নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে দলে নেওয়া হয়েছে।
রাজস্থান রয়্যালস তাঁদের সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়েছে, 'আইপিএলের পরবর্তী পর্বের জন্য জস বাটলারকে পাওয়া যাবে না। তাঁর স্ত্রী দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। আমরা তাঁদের শুভেচ্ছা জানাচ্ছি। রয়্যালস পরিবারে নতুন সদস্যের জন্য আমরাও অপেক্ষা করছি।' বাটলার ছাড়া পেসার জোফ্রা আর্চারকেও পাওয়া যাবে না আইপিএলের দ্বিতীয় পর্বে। আর্চারও চোটের জন্য আইপিএলের দ্বিতীয় পর্বে অংশ নিতে পারবেন না।
বাটলারের পরিবর্ত অবশ্য বেছে নিয়েছে রয়্যালস শিবির। নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান গ্লেন ফিলিপসকে দলে নিয়েছে রাজস্থান। আসন্ন ১৯ সেপ্টম্বর থেকে শুরু হতে চলা দ্বিতীয় লেগে রাজস্থান ম্যাচে দেখা যাবে ফিলিপসকে। অকল্যান্ডের এই উইকেট কিপার ব্যাটসম্যানই ফ্র্যাঞ্চাইজির প্রথম রিক্রুটমেন্ট বাকি লেগের আগে।
এই মুহূর্তে টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে ৫ নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। ৭ ম্যাচের মধ্যে ৩টি জয় ছিনিয়ে নিয়েছে তারা। ঝুলিতে রয়েছে ৬ পয়েন্ট। ২১ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে রাজস্থান। টুর্নামেন্ট স্থগিত হওয়ার আগে তাঁদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫৫ রানে জয় পেয়েছিল।
এই মুহূর্তে ইংল্যান্ড দলের হয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত রয়েছেন জস বাটলার। যদিও ব্যাট হাতে সেভাবে এখনও প্রভাব ফেলতে পারেননি বাটলার। আইপিএলে যদিও ওপেনিংয়ে ঝড় তোলেন ব্যাট হাতে বাটলার। তবে গ্লেন ফিলিপসও বাটলারের অভাব মেটাতে পারবেন বলেই আশাবাদী রাজস্থান ফ্র্যাঞ্চাইজি। এখনও পর্যন্ত ২৫টি টি-টােয়েন্টি ম্যাচে ৫০৬ রান করেছেন।