কুকের অর্ধশতরান, ড্র হওয়ার পথে রাজকোট টেস্ট
Web Desk, ABP Ananda | 13 Nov 2016 10:24 AM (IST)
রাজকোট: বিশাল কোনও অঘটনা না ঘটলে নিশ্চিতভাবেই ড্র হতে চলেছে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। পঞ্চম দিন সকাল থেকে যেভাবে খেলা এগিয়ে চলেছে, তাতে অন্য কোনও ফলের সম্ভাবনা দেখা যাচ্ছে না। গতকালের বিনা উইকেটে ১১৪ রান নিয়ে আজ সকাল থেকে খেলা শুরু করেছেন ইংল্যান্ডের দুই অপরাজিত ব্যাটসম্যান হাসিব হামিদ ও অ্যালেস্টার কুক। গতকাল ৪৬ রানে অপরাজিত থাকা কুক অর্ধশতরান পূরণ করেছেন। হামিদও ভাল ব্যাটিং করছেন। ভারতের বোলাররা এখনও পর্যন্ত কুক ও হামিদকে চাপে ফেলতে পারেননি। এই মুহূর্তে ইংল্যান্ডের রান বিনা উইকেটে ১৪৫। কুক ৬৪ এবং হামিদ ৭৫ রানে অপরাজিত। ফলে এই টেস্টের ফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।