মুম্বই: জুহি চাওলা, আশি-নব্বই দশকের বলিউডের মিষ্টি নায়িকা, যিনি একের পর এক হিট দিয়েছেন বক্স অফিসকে, আজ তাঁর জন্মদিন কাটাবেন একেবারেই একান্তে। বলিউডের গ্ল্যামার জগত্ থেকে বহু দূরে, তারকাখচিত জন্মদিন নয়, চৌপট্টিতে গরীব মানুষদের খাবার দিয়ে, জামা কাপড় দিয়ে কাটবে জুহির জন্মদিন। এপ্রসঙ্গে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, একসময় তিনি বহু বন্ধু-বান্ধব নিয়ে তাঁর জন্মদিন পালন করতেন। কিন্তু আজ সময়ের পরিবর্তন হয়েছে, তাঁর বয়স বেড়েছে, তাই একটু অন্যভাবেই জীবনকে দেখতে চান জুহি।


১৯৮৪ সালে মিস ইন্ডিয়ার শিরোপা জেতেন জুহি। তারপর ‘সুলতানেট’ ছবি দিয়ে বলিউডে সফর শুরু জুহির, কিন্তু আমির খানের বিপরীতে ‘কেয়ামত সে কেয়ামত তক’ তাঁকে দর্শকদের কাছে দিয়েছিল পরিচিতি। বলিউডের তিন খান, সঞ্জয় দত্ত, সানি দেওল, ঋষি কপূরের মতো বহু অভিনেতার সঙ্গে জমিয়ে অভিনয় করে, জুহি একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন বক্স অফিসকে। বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে তাঁর একাধিক হিট ছবি রয়েছে। এরমধ্যে ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘ডর’, ‘ইয়েস বস’, ‘ডুপ্লিকেট’, এখনও দর্শক মনে উজ্জ্বল। আমির খানের সঙ্গে ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছাড়াও রয়েছে ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘ইশক’-এর মতো কমেডি ঘরানার ছবি। শাহরুখের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স-এও অর্ধেক মালিকানা রয়েছে জুহির। বছর খানেক আগেও ‘মাই ব্রাদার নিখিল’, ‘বাস এক পল’, ‘আই অ্যাম’, ‘গুলাব গ্যাং’-এর মতো ভিন্নধর্মী ছবিও করেছেন জুহি।

আজ ৪৯ তম জন্মদিনে সেই জুহিই গ্ল্যামার দুনিয়া থেকে বহুদূরে শান্তিতে নিজের জন্মদিনটি পালন করতে চান। সমাজের উন্নয়নের জন্যে কাজ করতে চান। তাঁর মহারাষ্ট্র সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধে সেখানে প্লাস্টিকের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারির ভাবনা রয়েছে। তবে জুহির আজকের জন্মদিনটি তখনই সম্পূর্ণ হবে, যদি চৌপট্টিতে তাঁর সঙ্গে তাঁর সন্তানরাও এসে গরীব মানুষদের খাবার, জামা কাপড় দেন, জানিয়েছেন অভিনেত্রী।