রামিজের উদ্দেশ্য অবশ্য খারাপ ছিল না। তিনি আইসিসিকে বলেন, টেস্ট ম্যাচের আকর্ষণ এশিয়ায় কমছে, আইপিএলের আর্থিক প্যাকেজ টেনে নিচ্ছে ক্রিকেটারদের। তাই টেস্ট ম্যাচে ভিড় বাড়াতে বিসিসিআই ও পাক ক্রিকেট বোর্ড নির্দিষ্ট ব্যবস্থা নিক। টেস্ট ম্যাচ ক্রিকেটকে মর্যাদা দিতে হবে, সেই ব্যবস্থা করতে হবে বোর্ডকেই।
এই প্রসঙ্গে তিনি টেনে আনেন ধোনি ও শাহিদ আফ্রিদির কথা। বলেন, এঁরা দুজনেই টেস্ট থেকে অবসর নিয়েছেন অথচ এ গ্রেড তালিকায় রয়েছেন।
কিন্তু ধোনির মাইনে নিয়ে এই মন্তব্য ভারতীয় ক্রিকেটমোদীরা ভালভাবে নেননি। টুইটারে শুরু হয় সমালোচনার ঝড়। সকলের বক্তব্য, রামিজ পাকিস্তান ক্রিকেট নিয়ে মাথা ঘামান, ধোনির টাকাকড়ি নিয়ে তাঁর খোঁচা না দিলেও চলবে।