গুয়াহাটি: একদিনের সিরিজে ৪-১ জয়ের পর টি-২০ সিরিজের প্রথম ম্যাচেও সহজ জয় পেয়েছে ভারত। আগামীকাল গুয়াহাটিতে দ্বিতীয় টি-২০ ম্যাচ। এসিএ-বরসপরা স্টেডিয়ামে এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হতে চলেছে। সেখানে কালই সিরিজ জিতে নিতে চাইছে ভারত।


অস্ট্রেলিয়ার এবারের ভারত সফর এখনও পর্যন্ত একপেশে। একদিনের সিরিজে ভারতের প্রশ্নাতীত আধিপত্য ছিল। টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমে হয় মাত্র ৬। ৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেটে জয় পায় ভারত। ২০১২ সালের ২৮ সেপ্টেম্বরের পর থেকে এখনও পর্যন্ত ভারতকে টি-২০ ম্যাচে হারাতে পারেনি অস্ট্রেলিয়া। টানা সাতটি টি-২০ ম্যাচ জিতেছে ভারতীয় দল। কালও সেই ধারাবাহিকতা বজায় রাখাই বিরাট কোহলিদের লক্ষ্য।

ভারতের দুই স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের যথেষ্ট বেগ দিচ্ছেন। রাঁচিতে প্রথম টি-২০ ম্যাচেও ভারতের স্পিনারদের সামনে অসহায় দেখিয়েছে অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েলদের। কালও স্পিনারদের কাছ থেকে একইরকম পারফরম্যান্স চাইছে ভারতীয় দল।