মাসকট: হিরো এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির তৃতীয় ম্যাচেও সহজ জয় পেল ভারতীয় হকি দল। এশিয়ান গেমসে সোনা জয়ী জাপানকে ৯-০ গোলে গুঁড়িয়ে দিল তারা। এর আগে ভারতীয় দল হারায় ৩-১ গোলে হারায় পাকিস্তানকে।
রবিবার রাতে জাপান ম্যাচে ৬ ভারতীয় খেলোয়াড় নিজেদের মধ্যে ৯টি গোল ভাগাভাগি করে নেন। ভারতীয় দলের পারফরম্যান্সেই পরিষ্কার, এশিয়ায় তাদের ধারে কাছে কেউ নেই, এশিয়ান গেমসের খারাপ পারফরম্যান্স নেহাত ব্যতিক্রম ছিল। তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়ে ৬ দলের এই টুর্নামেন্টে লিগ শীর্ষে তারা, সংগ্রহ ৯ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়া, দুটি ম্যাচ খেলে তারা ৬ পয়েন্ট পেয়েছে।
গতকালের ম্যাচে স্ট্রাইকার ললিত উপাধ্যায় ও মনদীপ সিংহ দুটি করে গোল করেন। ড্র্যাগ ফ্লিকার হরমনপ্রীত সিংহও দুটি গোল করেন পেনাল্টি স্ট্রোক ও পেনাল্টি কর্নার থেকে। খেলা শুরুর ৪ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন উপাধ্যায়। ৪৫ মিনিটে করেন তিনি নিজের দ্বিতীয় গোলটি। এর মধ্যে অষ্টম মিনিটে জাপানি গোলকিপার তাকাশি ইয়োশিকাওয়া হরমনপ্রীতের পেনাল্টি কর্নার ঠেকাতে গিয়ে আহত হন, বল চলে যায় গুর্জন্তের কাছে, তিনি করেন দ্বিতীয় গোল। ১৭তম মিনিটে হরমনপ্রীত পেনাল্টি স্ট্রোক থেকে তৃতীয় গোলটি করেন, ২১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে করেন চতুর্থ গোল। জাপানের রক্ষণ ভারতীয় হামলার সামনে দাঁড়াতেই পারেনি। মনদীপ সিংহ ৪৯ ও ৫৭ তম মিনিটে পর পর দুটি গোল করে যান। এছাড়া আকাশদীপ সিংহ ও সুমিত একটি করে গোল করেন।
হকি: পাকিস্তানের পর জাপান, ভারতের কাছে ৯ গোলে চূর্ণ এশিয়ান গেমস জয়ী
ABP Ananda, Web Desk
Updated at:
22 Oct 2018 12:39 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -