কটক: প্রথম ম্যাচে দুর্দান্ত জয় এসেছ। প্রথম ইনিংসে ব্যাটিং বিভাগে ভাঙনের পর দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত কামব্যাকে ম্যাচ পকেটে পুরেছে টিম বেঙ্গল। আগামীকাল রঞ্জিতে হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে বাংলা। আর দ্বিতীয় ম্যাচে নামার আগে দলের ছেলেদের প্রশংসা করলেও সতর্কবার্তাও দিচ্ছেন কোচ অরুণ লাল। কটকে বুধবার শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি সারেন মনোজ, অনুষ্টুপরা। এরপরই দলের কোচ অরুণ লাল বলেন, ''ছেলেরা দুর্দান্ত পারফরম্যান্স করেছে প্রথম ম্যাচে। মানসিক কাঠিন্যের পরিচয় দিয়েছে। লড়াকু চরিত্রের পরিচয় দিয়েছে সবাই। এটা আমি ওদের বলেছি। কিন্তু বঢোদরা ম্যাচ এখন অতীত। আর এই নিয়ে ভাবলে হবে ন। আমাদের সামনের দিকে তাকাতে হবে। প্রতিটা ম্যাচে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা ঘণ্টায় আমাদের ভাল পারফর্ম করে যেতে হবে। এখনও অনেক দূর যাওয়া বাকি।''


হায়দরাবাদও তাঁদের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। সেই প্রসঙ্গ উল্লেখ করে অরুণ লাল আরও বলেন, ''আমাদের মাথায় রাখতে হবে যে প্রতিপক্ষ কিন্তু শক্তিশালী দল। ওরাও ওদের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। আমি আশা করি যে শুরুটা আমরা কালও ভাল করতে পারব। খুব গুরুত্বপূর্ণ ম্য়াচ। শুরুটা ভাল করতে হবে। ওদের শেষ পর্যন্ত অলরাউন্ডার রয়েছে। প্রথম একাদশ নিয়ে এখনও কিছু ভাবনা চিন্তা করিনি আমরা। সকালে পিচের কন্ডিশন দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।''


প্রথম ম্যাচে বঢোদরা বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮৮ রানে অল আউট হয়ে গিয়েছিল বাংলা। দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অল আউট হয়, বাংলার সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছিল ৩৪৯। দ্বিতীয় ইনিংসে যে রান তাড়া করে কোনওদিন ম্যাচ জেতেনি বাংলা। কিন্তু কার্যত অসাধ্য সাধন করলেন অভিমন্যু ঈশ্বরণ, শাহবাজ আমেদ, অভিষেক পোড়েলরা। ৩৪৯ রান তাড়া করে ৬ উইকেটে ৩৫০ তুলল বাংলা। শাহবাজ ৭১ রানে ও অভিষেক ৫৩ রানে ক্রিজে ছিলেন। ইতিহাস তৈরি করে রঞ্জির প্রথম ম্যাচ থেকে ৬ পয়েন্ট ঘরে তুলেছিল বাংলা।