নয়াদিল্লি: এক ওভারে ছয় বলে ছয় ছক্কা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার এই নজির গড়েছিলেন হার্সেল গিবস। এরপর ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) ওভারে যুবরাজ সিংহের ছয় বলে ছয় ছক্কা আজও প্রত্যেক ক্রিকেটপ্রেমীর স্মৃতিতে টাটকা। এবার সেই তালিকায় নাম লেখালেন অন্ধ্রপ্রদেশের এক ব্য়াটার। সি কে নাইডু টুর্নামেন্টে এক ওভারে ছয় বলে ছয় ছক্কার নজির গড়লেন ভামশি কৃষ্ণ। সি কে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ ক্রিকেটারদের জন্য জাতীয় স্তরের একটি টুর্নামেন্টে। সেখানেই অন্ধ্রপ্রদেশের এই ব্যাটার নজির গড়লেন ছয় ছক্কা হাঁকানোর। 


বিসিসিআইয়ের তরফে ভিডিও ক্লিপের মাধ্যমে এক বিবৃতিতে জানানো হয়, ''৬ ছক্কা এক ওভারে! অন্ধ্রপ্রদেশের ভামশি কৃষ্ণ রেলওয়েজের স্পিনার দমনদীপ সিংহকে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন সম্প্রতি। সে ৬৪ বলে ঝোড়ো ১১০ রানের ইনিংস খেলেছেন সি কে নাইডু টুর্নামেন্টে।''


 






প্রথমবার এই কৃতিত্বের অধিকারী হয়েছিলেন স্যার গ্যারি সোবার্স। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্য়াচে ১৯৬৮ সালে নটিংহ্যামশায়ারের হয়ে খেলতে নেমে এই নজির গড়েছিলেন সোবার্স। গ্ল্য়ামরগনের ম্য়ালকম নাসের এক ওভারে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন সোবার্স। প্রথম ভারতীয় হিসেবে এই নজির গড়েছিলেন রবি শাস্ত্রী। তিনি ১৯৮৫ সালে তৎকালীন বোম্বের হয়ে বঢোদরার বিরুদ্ধে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন।


উল্লেখ্য, ক্রিকেটের মাঠে রেকর্ড ভাঙা-গড়া নতুন কিছু নয়। উল্লেখ্য, কিছুদিন আগেই রাজকোট টেস্টে দ্বিশতরানের পর রেকর্ড গড়েন যশস্বী জয়সওয়াল। তৃতীয় কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে দুটো দ্বিশতরানের নজির গড়েন বাঁহাতি ওপেনার। অন্য়দিকে সরফরাজ খান চতুর্থ ভারতীয় হিসাবে আন্তর্জাতিক টেস্ট অভিষেকে দুই ইনিংসেই অর্ধশতরান হাঁকালেন। প্রথম ইনিংসে ৬২ ও দ্বিতীয় ইনিংসে ৬৮ রান করেন সরফরাজ। ইংল্যান্ডের বিরুদ্ধেই ১৯৩৪ সালে কলকাতায় দিলাওয়ার হুসেন প্রথম ভারতীয় হিসাবে অভিষেক টেস্টের উভয় ইনিংসে অর্ধশতরান করেছিলেন। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১৯৬৭ সালে সুনীল গাওস্কর এবং ২০২১ সালে শ্রেয়স আইয়ার নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টের দুই ইনিংসেই অর্ধশতরানের গণ্ডি পার করেছিলেন।