কলকাতা: রঞ্জি ট্রফির (Ranji Trophy) প্রথম ম্যাচেই চালকের আসনে বাংলা। বিশাখাপত্তনমে অন্ধ্র প্রদেশের (BEN vs AP) বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪০৯ রান তুলল বাংলা। জবাবে দ্বিতীয় দিনের শেষে অন্ধ্র প্রদেশের স্কোর ১১৯/৩। বাংলা এখনও এগিয়ে ২৯০ রানে।


টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা। শুক্রবার প্রথম দিনই বাংলাকে ভাল জায়গায় রেখেছিলেন অনুষ্টুপ মজুমদার ও সৌরভ পাল। কেরিয়ারের প্রথম ম্যাচ খেলতে নেমেই ৯৬ রান করেছিলেন সৌরভ। আর সেঞ্চুরি করেছিলেন অনুষ্টুপ। প্রথম দিনের শেষে বাংলার স্কোর ছিল ২৮৯/৪।


দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট হারায় বাংলা। কোনও রান না করে ফেরেন নাইট ওয়াচম্য়ান মহম্মদ কাইফ। ৩২ রান করে আউট হয়ে যান বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। ব্যাটিংয়ের কথা ভেবে দলে নেওয়া হয়েছিল কর্ণ লালকে। বড় রান না পেলেও, বাংলার ইনিংসকে কিছুটা টানেন তিনি। ১৯ রান করে ফেরেন।          


তবে বাংলার ইনিংসকে ভরসা দেন অভিষেক পোড়েল। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলেন অভিষেক। এদিন ব্যাট হাতে লড়াকু ৭০ রান করেন। ১২১ বলের ইনিংসে ছিল ৫টি চার ও জোড়া ছক্কা। ১২৬.২ ওভারে ৪০৯ রানে শেষ হয় বাংলার প্রথম ইনিংস। প্রথম দিনের শেষে বাংলা শিবির থেকে অন্তত ৪৫০ রানের লক্ষ্য স্থির করা হচ্ছিল। সেই লক্ষ্যপূরণ না হলেও, অভিষেকের লড়াকু ইনিংস বাংলার স্কোর চারশো পার করে দেয়। অন্ধ্র প্রদেশের বোলারদের মধ্যে ৪ উইকেট ললিত মোহনের।        


জবাবে ব্যাট করতে নেমে অন্ধ্র প্রদেশের ওপেনাররা ভাল শুরু করেন। ৬৪ রান যোগ করেন দুই ওপেনার। প্রদীপ্ত প্রামাণিক প্রথম ধাক্কা দেন অন্ধ্র প্রদেশ ইনিংসে। ৩৩ রান করে ফেরেন সি আর জ্ঞানেশ্বর। ৪১ রান করে মহম্মদ কাইফের বলে ফেরেন অপর ওপেনার প্রশান্ত কুমার। রঞ্জি ট্রফিতে মহম্মদ শামির ভাইয়ের প্রথম উইকেট। তবে বাংলা শিবিরের সুবিধা করে দেন আকাশ দীপ। দিনের শেষ বলে শেখ রশিদকে (৩২ রান) ফিরিয়ে দেন। দ্বিতীয় দিনের শেষে ১১৯/৩ স্কোর অন্ধ্র প্রদেশের।


আরও পড়ুন: Shubham Dubey: বাবার ছিল পানের দোকান, কোটিপতি হয়ে শুভমের কানে বাজছে সৌরভের মন্ত্র


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে