দেহরাদূন: উত্তরাখণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচে চালকের আসনে বাংলা (Bengal vs Uttarakhand)। বোলারদের দাপটে উত্তরাখণ্ডের প্রথম ইনিংসকে ১০৪/৬ স্কোরে আটকে রাখল বাংলা। এখনও ২৮৩ রানে এগিয়ে মনোজ তিওয়ারিরা। সব কিছু ঠিকঠাক চললে এই ম্যাচ থেকে অন্তত ৬ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে বাংলা দল।


দেহরাদূনে অভিমন্যু ক্রিকেট অ্যাকাডেমির মাঠে বাংলার প্রথম ইনিংস শেষ হয় ৩৮৭ রানে। মঙ্গলবার ম্যাচের প্রথম দিন বাংলার স্কোর ছিল ২৬৯/৩। সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন অভিমন্যু ঈশ্বরণ। যিনি এই ম্যাচে মাঠে নেমেছেন সাধারণ ক্রিকেটার হিসাবেই। মরসুম শুরুর আগে তাঁকেই রঞ্জি ট্রফির অধিনায়ক ঘোষণা করেছিল সিএবি। কিন্তু বাংলাদেশ সফরের জন্য জাতীয় টেস্ট দলে ডাক পাওয়ায় তিনি প্রথম দুই ম্য়াচে ছিলেন না। অভিমন্যুর পরিবর্তে অধিনায়ক করা হয়েছিল বাংলার বহু যুদ্ধের নায়ক মনোজ তিওয়ারিকে। মনোজের নেতৃত্বে দুটি ম্যাচ জিতেছে বাংলা। এই ম্যাচ অভিমন্যুর কাছে বিশেষ তাৎপর্যের কারণ, নিজের নামাঙ্কিত অ্যাকাডেমিতে খেলছেন তিনি। সেখানে সেঞ্চুরিও করলেন অভিমন্যু।


বুধবার ১৬৫ রান করে আউট হন অভিমন্যু। মনোজ বড় রান পাননি। ১৫ রান করে ড্রেসিংরুমে ফেরেন তিনি। শেষ দিকে দ্রুত উইকেট হারায় বাংলা। তাই আরও বড় স্কোর করার সুযোগ থাকলেও সেটা সম্ভব হয়নি। একমাত্র শাহবাজ আমেদ ছাড়া লোয়ার মিডল অর্ডারের আর কেউই রান পাননি। চাপের মুখে বারবার ব্যাট হাতে রুখে দাঁড়ানো শাহবাজ ৬৮ বলে ৪০ রান করে অপরাজিত ছিলেন।                                                                                    


জবাবে ব্যাট করতে নেমে বেকায়দায় উত্তরাখণ্ড। মাত্র ১০৪ রানে ৬ উইকেট হারিয়েছে তারা। বাংলার বোলাররা দাপট দেখিয়েছেন। পেসার আকাশ দীপ ২১ রানে ২ উইকেট নিয়েছেন। ব্যাটের পর বল হাতেও সফল শাহবাজ। ৩৪ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। বাঁহাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিক ১৭ রানে ২ উইকেট নিয়েছেন।


একটা সময় ৪৮/৬ হয়ে গিয়েছিল উত্তরাখণ্ড। সেখান থেকে অবশ্য ব্যাট হাতে পাল্টা লড়াই করছেন কুণাল চাণ্ডেলা ও অখিল রাওয়াত। কুণাল ৪০ রানে ক্রিজে রয়েছেন। ৩২ রান করে অপরাজিত অখিল। বাংলার চেয়ে এখনও ২৮৩ রানে পিছিয়ে উত্তরাখণ্ড। আপাতত ম্য়াচ বাঁচানোই চ্যালেঞ্জ তাদের কাছে।


আরও পড়ুন: খেলা দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে কনুই ভেঙেছিলেন, সেই শিবমের গতিতেই ছারখার শ্রীলঙ্কা