OnePlus 11 5G: নতুন বছরের প্রথম ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হয়েছে চিনে, ভারতে কবে আসছে ওয়ানপ্লাস ১১ ৫জি?

OnePlus: ভারতেও লঞ্চ হবে ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ৫জি ফোন। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ৭ তারিখ ভারতে আসবে ওয়ানপ্লাস ১১ ৫জি ফোন।

Continues below advertisement

OnePlus 11 5G: ২০২৩ সালের প্রথম ফ্ল্যাগশিপ ফোন (Flagship Phone) ওয়ানপ্লাস ১১ ৫জি (OnePlus 11 5G) লঞ্চ হয়েছে। আপাতত চিনে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাসের এই ফোন। এই ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। সেখানে আবার রয়েছে 2K রেজোলিউশন। এছাড়াও রয়েছে ১০০ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনে রয়েছে নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপও রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম, অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট এবং সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজ। ভারতেও লঞ্চ হবে ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ৫জি ফোন। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ৭ তারিখ ভারতে আসবে ওয়ানপ্লাস ১১ ৫জি ফোন। ওয়ানপ্লাস ক্লাউড ১১ ইভেন্টে এই ফোন লঞ্চ হবে। সঙ্গে লঞ্চ হবে ওয়ানপ্লাস বাডস প্রো ২। ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। 

Continues below advertisement

ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের দাম

  • এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম CNY 3,999, ভারতীয় মুদ্রায় প্রায় ৪৮ হাজার টাকা।
  • এই ফোনের ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY 4,399, ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩ হাজার টাকা।
  • এই ফোনের ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY 4,899, ভারতীয় মুদ্রায় প্রায় ৫৯ হাজার টাকা। 

টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি

এবছর জানুয়ারি মাসেই ভারতে লঞ্চ হয়েছে টেকনো সংস্থার এই নতুন ৫জি ফোন। আগামী ৯ জানুয়ারি থেকে অ্যামাজনের মাধ্যমে এই ফোন কেনা যাবে। তার আগে থাকছে প্রি-অর্ডার করার ব্যবস্থাও। Moonlight Silver এবং Stardust Grey- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ফোন। এই ফোনের রিটেল প্রাইস ৫১,৯৯৯ টাকা। তবে ছাড় দেওয়ার পর এই ফোনের দাম ভারতে হয়েছে ৩৯,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর। এছাড়াও এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ বেসড HiOS 12.0- এর সাপোর্ট। টেকনো ফ্যান্টম এক্স ২ ৫জি ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চির একটি কার্ভড AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর ও OIS সাপোর্ট। 

আরও পড়ুন- নতুন বছরের শুরুতেই স্যামসাংয়ের চমক, গ্যালাক্সি ফোন হাজির ৮০০০ টাকারও কমে

 

Continues below advertisement
Sponsored Links by Taboola