সন্দীপ সরকার, কলকাতা: রঞ্জি ট্রফির (Ranji Trophy) দু'রাউন্ডের খেলা সম্পন্ন। শুক্রবার থেকে শুরু হতে চলেছে তৃতীয় রাউন্ড। পয়েন্ট টেবিল খুলে এলিট বি গ্রুপের ছবি দেখলে চমকে উঠতে পারেন। কেন?


২ ম্যাচের দুটিই জিতে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে মুম্বই। রেকর্ড ৪১ বারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই ঘরোয়া ক্রিকেটে প্রবল শক্তিশালী দল। প্রত্যেক বারই অন্যতম ফেভারিট হিসাবে টুর্নামেন্টে নামে তারা। তাদের পরপর ২ ম্যাচে জয় দিয়ে অভিযান শুরুটা বেশ প্রত্যাশিত।


কিন্তু চোখ আটকে যাবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দলের নাম দেখলে। ছত্তীসগড়! ২ ম্যাচে ১০ পয়েন্ট। একটিতে জয়, অন্যটিতে প্রথম ইনিংসের লিড। অসমকে সরাসরি হারিয়েছে। বিহারের বিরুদ্ধে ছিনিয়ে নিয়েছে প্রথম ইনিংসের লিড। গ্রুপে ছত্তীসগড়ের চেয়ে অনেক পিছনে তিন নম্বরে উত্তর প্রদেশ (২ ম্যাচে ৪ পয়েন্ট), চারে বাংলা (২ ম্যাচে ৪ পয়েন্ট), পাঁচে কেরল (২ ম্যাচে ৪ পয়েন্ট) এবং ছয় নম্বরে অন্ধ্র প্রদেশ (২ ম্যাচে ৩ পয়েন্ট)। ছত্তীসগড়ের প্রথম দুই ম্যাচের ফল বাংলা, উত্তর প্রদেশের মতো দলকেও বেজায় চাপে ফেলে দিয়েছে। নক আউট পর্ব নিয়ে আচমকাই যেন জটিল অঙ্ক।


আর এই পরিস্থিতিতে শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সেই ছত্তীসগড়ের বিরুদ্ধেই নামছে বাংলা। নক আউটে যোগ্যতা অর্জনের দৌড়ে থাকতে হলে যে ম্যাচে সরাসরি জয় বাংলা শিবিরকে অক্সিজেন জোগাতে পারে। বিশেষ করে আগের ম্যাচে উত্তর প্রদেশকে ৬০ রানে শেষ করে দিয়েও যেভাবে ৩ পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাকে, তারপর অন্তত ৬ পয়েন্ট মহার্ঘ বাংলা শিবিরের কাছে।


প্র্যাক্টিসের শেষে যা মেনে নিলেন অধিনায়ক মনোজও। বাংলার অধিনায়ক বললেন, 'কানপুরে জেতা ম্যাচ আমাদের হাতছাড়া হয়েছে। এই ম্যাচে পুরো পয়েন্টের জন্যই মাঠে নামব আমরা।'


ছত্তীসগড়ের বিরুদ্ধে এর আগে একবারই রঞ্জি ট্রফিতে খেলেছে বাংলা। সাড়ে ছ'বছর আগের সেই ম্যাচে ইনিংস ও ১৬০ রানে জিতেছিল বাংলা। মনোজ বলছেন, 'রায়পুরে সেটা ছিল আমার একশোতম প্রথম শ্রেণির ম্যাচ।' এবারও কি সেরকমই ফলের আশা করছেন? মনোজ সাবধানী। বলছেন, 'কোনও প্রতিপক্ষকেই আমরা হাল্কাভাবে নিচ্ছি না।'


২০১৭ সালের সেই ম্যাচে খেলেছিলেন আমনদীপ খাড়ে। এখন তিনিই ছত্তীসগড়ের অধিনায়ক। কথাবার্তায় ডাকাবুকো। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে ঘাবড়াচ্ছেন না। বরং আত্মবিশ্বাসে ফুটছেন। রীতিমতো হুঁশিয়ারির সুরে বলছিলেন, 'বাংলার পেস বোলিং আক্রমণ খুব ভাল। তবে আমরাও পরপর দুই ম্যাচ জিতে (একটিতে লিড) এসেছি। বাংলার বিরুদ্ধেও সেই ছন্দ বজায় রাখার চেষ্টা করব।'


ছত্তীসগড়ের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে পরিবর্তনের ভাবনা বাংলা শিবিরের। আগের ম্যাচে প্রদীপ্ত প্রামাণিক ও কর্ণ লাল, দুই স্পিনারকে খেলানো হয়েছিল। তবে প্রদীপ্ত বল হাতে নজর কাড়তে পারছেন না। ছত্তীসগড়ের বিরুদ্ধে ব্যাটিংয়ের শক্তি আরও বাড়ানোর পথে বাংলা। শোনা যাচ্ছে, রণজ্যোৎ সিংহ খইরা ও শুভম চট্টোপাধ্যায়ের মধ্যে কোনও একজনের রঞ্জি অভিষেক হতে চলেছে। সেক্ষেত্রে তিন পেসার হিসাবে খেলবেন ঈশান পোড়েল, মহম্মদ কাইফ ও সূরজ সিন্ধু জয়সওয়াল। সঙ্গে হয়তো এক স্পিনার। লক্ষ্মীরতন শুক্ল বলছিলেন, 'একজনের রঞ্জি অভিষেক হওয়ারই কথা। তবে সেটা কে, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব ম্যাচের দিন সকালে।'


আরও পড়ুন: উদ্যোগী গম্ভীর, আইপিএলের ২ মাস আগেই শুরু হয়ে গেল কেকেআরের প্রস্তুতি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে