কল্যাণী: টস জিতে প্রথম ফিল্ডিং নাও। আর সবুজ উইকেটে বিপক্ষ ব্যাটিংকে ধ্বংস করে দাও।
কল্যাণীতে বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে সেই লক্ষ্য নিয়েই নেমেছিল বাংলা (Bengal Ranji Team)। অথচ ম্যাচের দ্বিতীয় দিনই ব্যুমেরাং হয়ে ফিরল বাংলার স্ট্র্যাটেজি। প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ২৬৯ রান তুলেছিল বঢোদরা। যা দেখে মনে করা হয়েছিল যে, বাংলা হয়তো সুবিধাজনক জায়গায় থাকবে। কিন্তু দ্বিতীয় দিনই উলটপুরাণ।
বঢোদরার বোলিংয়ের সামনে তাসের দেশের মতো ভেঙে পড়ল বাংলার ব্যাটিং। দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ৯ উইকেটে ১৮৯ রান। ক্রিজে রয়েছেন মুকেশ কুমার (৪ ব্যাটিং) ও ঈশান পোড়েল (৬ ব্যাটিং)। প্রথম ইনিংসে পিছিয়ে পড়া কার্যত নিশ্চিত। যদি না শেষ উইকেটে অলৌকিক কিছু করে বসেন বাংলার দুই টেল এন্ডার। এখনও পর্যন্ত যে সম্ভাবনা দেখছেন না কেউ।
সব মিলিয়ে তিন পয়েন্ট তো দূর অস্ত, ম্যাচ বাঁচানোর অঙ্ক ঘোরাফেরা করছে বাংলা শিবিরে।
বাংলার দুর্দশা আরও বাড়ত, যদি না ব্যাট হাতে রুখে দাঁড়াতেন অনুষ্টুপ মজুমদার। আটত্রিশের 'রুকু'ই বাংলার কিছুটা হলেও মুখরক্ষা করলেন। ১৭১ বলে ৯০ রান করেন অনুষ্টুপ। তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি বাউন্ডারিতে। বাকি আর কেউই বলার মতো রান পাননি।
ব্যাট হাতে ব্যর্থ অভিমন্যু ঈশ্বরণ (২২ রান), সুদীপ ঘরামি (৩ রান), অভিষেক দাস (৫ রান), মনোজ তিওয়ারি (৯ রান), শাহবাজ আমেদ (৮ রান), অভিষেক পোড়েল (২৫), সায়নশেখর মণ্ডল (০)-রা।
বঢোদরার বোলারদের মধ্যে শাহেজাদখান পাঠান ৪টি ও সোপারিয়া ৩টি উইকেট নেন।
পৃথ্বীর নজির
মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন পৃথ্বী শ (Prithvi Shaw)। রঞ্জি ট্রফিতে ট্রিপল সেঞ্চুরি করলেন পৃথ্বী। অসমের বিরুদ্ধে মাত্র ৩৮৩ বলে ৩৭৯ রান করেন মুম্বইয়ের তারকা ব্যাটার।
এই ইনিংসের সুবাদে একাধিক নজির গড়েছেন পৃথ্বী। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার, যাঁর রঞ্জি ট্রফিতে ট্রিপল সেঞ্চুরি, বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি এবং সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে সেঞ্চুরি রয়েছে। সেই সঙ্গে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ স্কোরও গড়ে ফেললেন।
আবার দ্রুত রান করার নিরিখেও পৃথ্বী বিশ্বে অভাবনীয় নজির তৈরি করেছেন। মঙ্গলবার ২৮৩ বলে ২৪০ রানে অপরাজিত ছিলেন পৃথ্বী। বুধবার যেন আরও বিধ্বংসী ব্যাটিং করেন। ৩২৬ বলে ট্রিপল সেঞ্চুরি করেন। যা প্রথম শ্রেণির ক্রিকেটে পৃথ্বীর প্রথম ট্রিপল-সেঞ্চুরি। তবে সেখানেই থামেননি পৃথ্বী। একটা সময় মনে হচ্ছিল, যেভাবে পৃথ্বী খেলছেন, তাতে প্রথম শ্রেণির ক্রিকেটে ব্রায়ান লারার সর্বোচ্চ ৫০১ রানের রেকর্ড না ভেঙে যায়। সেটা অবশ্য হয়নি। ৩৭৯ রানে আউট হয়ে যান পৃথ্বী। ৪৯ টি চার এবং চারটি ছক্কা মারেন।
আরও পড়ুন: পন্থ আইপিএলে নেই, দিল্লির নতুন অধিনায়কের নাম ঘোষণা শীঘ্রই, এবিপি লাইভের প্রশ্নে বললেন সৌরভ