কটক : ল্যাজের ঝাপটায় প্রতিপক্ষকে বাগে পেয়েও আয়ত্ত্বে আনতে ব্যর্থ হল বাংলা (Bengal)। কটকের বরাবাটি স্টেডিয়ামে হায়দরাবাদের টেল-এন্ডারদের লড়াইয়ের জেরে বড় লিড নিতে ব্যর্থ হল বঙ্গব্রিগেড। মুকেশ কুমারদের (৪/৪৯) দাপটে একসময় ৭- রান তুলতে গিয়েই ৭ উইকেট খুইয়ে ফেলেছিল হায়দরাবাদ। কিন্তু সেখান থেকে শেষ ৩ উইকেটে ১৩৫ রান জোড়েন হায়দরাবাদের টেল-এন্ডাররা। রনজি ট্রফির (Ranji Trophy) দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ব্যাট করতে নেমে সুদীপ ঘরামির (০) উইকেট হারিয়ে ১৬ রান তুলেছে বাংলা। ক্রিজে রয়েছেন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (অপরাজিত ১০) ও ঋত্বিক চৌধুরী ( অপরাজিত ৩)। 


২ উইকেটে ১৫ রানে দিনের শুরু করেছিল হায়দরাবাদ। সেখান থেকে বাংলার পেসারদের দাপটে আর ৫৫ রানের মধ্যে ৫ উইকেট খুইয়ে ফেলে তারা। কিন্তু তারপর রবি তেজা (৮১) ও টি থঙ্গরাজন (৫২) ১০৯ রানের পার্টনারশিপ জোড়েন। শেষ দুই উইকেটে আরও কিছুটা রান জুড়ে নেয় তারা। দিনের শেষে বড় রানে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হওয়া প্রসঙ্গে বাংলার সফলতম পেসার মুকেশ কুমার বলেছেন, '৭০ রানে হায়দরাবাদের ৭ উইকেট তুলে নিয়ে দ্রুত বাকি উইকেট তুলে নিয়ে ঝাঁপিয়েছিলাম কিন্তু পিচ হঠাৎই একেবারে পাটা হয়ে গিয়ে ব্যাটিংয়ের পক্ষে সহজ হয়ে গিয়েছিল। গত ম্যাচ পিচের যা ধরণ ছিল তার থেকে এই ম্যাচ বদল হয়েছে। জানতাম ম্যাচ যত এগোবে ততই পেসারদের পক্ষে কাজটা কঠিন হবে।' আপাতত বাংলা দলের স্ট্র্যাটেজি প্রসঙ্গে মুকেশের সংযোজন, 'ব্যাটারদের বড় লক্ষ্যমাত্রা সেট করতে হবে। আগামী দু'দিন বোলারদের পক্ষে কাজটা বেশি কঠিন হবে। তবে আমরা সবটা দিয়ে জেতার জন্যই ঝাঁপাব।'


 ইতিহাস তৈরি করে রঞ্জির প্রথম ম্যাচ থেকে ৬ পয়েন্ট ঘরে তুলে অভিযান শুরু করেছে বাংলা। দ্বিতীয় ইনিংসে বড় রান তাড়া করে জয় ছিনিয়ে আনে অরুণ লালের প্রশিক্ষণাধীন বাংলা। বাংলার মতোই হায়দরাবাদও প্রথম ম্যাচে জিতে শুরু করেছে তাদের রনজি অভিযান। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বৃহস্পতিবার খেলার প্রথম দিনে প্রথম ইনিংসে ২৪২ রান তোলেন বাংলার ব্যাটসম্যানরা।


আরও পড়ুন- শাহবাজের আউট নিয়ে অসন্তোষ শিবিরে, চাপের মধ্যেও আগ্রাসী ব্যাটিংই মন্ত্র অভিষেকের