সন্দীপ সরকার, কলকাতা: ঘরের মাঠে ঝাড়খণ্ডকে সাড়ে তিনদিনের মধ্যে হারিয়ে রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে পৌঁছে গিয়েছে বাংলা। শেষ চারের ম্য়াচে বাংলার প্রতিপক্ষ মধ্যপ্রদেশ (Bengal vs MP)। যারা নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে অন্ধ্রপ্রদেশকে হারিয়ে দিয়েছে।


অন্ধ্রপ্রদেশ জিতলে হোম ম্যাচ পেত বাংলা। সেক্ষেত্রে ইডেনেই হতো সেমিফাইনাল। রঞ্জি ট্রফির এবারের ফর্ম্যাট অনুযায়ী, গ্রুপ পর্বে যে দল বেশি পয়েন্ট পেয়েছে, তাদের মাঠেই হবে নক আউট ম্যাচ। অন্ধ্রপ্রদেশের চেয়ে বাংলার পয়েন্ট বেশি ছিল। কিন্তু মধ্যপ্রদেশ জেতায় সেই সম্ভাবনা ভেস্তে যায়। মধ্যপ্রদেশের পয়েন্ট গ্রুপ পর্বে বেশি থাকায় ইনদওরে বাংলার সেমিফাইনাল ম্যাচ পড়ল।


আর সেই ম্যাচের আগে বাংলা শিবিরকে ভাবাচ্ছে জোড়া কাঁটা। ম্যাচ জিতেও যে কারণে স্বস্তি পাচ্ছেন না মনোজ তিওয়ারি (Manoj Tiwary)।


এক, ওপেনিং সমস্যা। বারবার ওপেনিং জুটি বদলেও যে সমস্যার সুরাহা করতে পারেনি বাংলার টিম ম্যানেজমেন্ট। চলতি রঞ্জি ট্রফিতে ৮ ম্যাচ খেলে ফেলেছে বাংলা। ৮ ম্যাচের ১৪ ইনিংসে মাত্র একবার পঞ্চাশ রানের বেশি তুলতে পেরেছে বাংলার ওপেনিং জুটি। উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮৪ রান যোগ করেছিলেন অভিমন্যু ঈশ্বরণ ও সায়নশেখর মণ্ডল। বাকি ১৩ ইনিংসেই ব্যর্থতার ছবি। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ওপেনার হিসাবে সুযোগ দেওয়া হয়েছিল কাজি জুনেইদ সইফিকে। দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন তিনি।


দুই, প্রতিপক্ষের টেল এন্ডারদের ব্যাটের ধাক্কায় বারবার চাপ তৈরি হওয়া। যা বাংলা ক্রিকেটকে বেশ কয়েক মরসুম ধরে ভোগাচ্ছে। চলতি মরসুমেও এরকম পরিস্থিতি তৈরি হয়েছে যে, দেড়শো রানের মধ্যে বিপক্ষের ৬-৭ উইকেট ফেলে দেওয়ার পরেও ব্যাটিং লেজের ঝাপ্টায় আরও বেশ কিছু রান হজম করেছে বাংলা।


আর এই জোড়া কাঁটা নিয়ে চিন্তিত বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। সেমিফাইনালে ওঠার তৃপ্তির মধ্যেও যে কারণে সতর্ক থাকছেন তিনি। বাংলার জয়ের পর মনোজ বলেছেন, 'আমাদের ওপেনিং জুটি রান পাচ্ছে না। আমি বা লক্ষ্মীদা (কোচ লক্ষ্মীরতন শুক্ল) কাউকে এক ম্যাচে দেখে বাদ দেওয়ার পক্ষপাতী নই। অন্তত ৪-৫টা ইনিংস সুযোগ দেওয়ার কথা ভাবি সব সময়ই। কিন্তু সেই সুযোগ ওদের কাজে লাগাতে হবে।'


ঝাড়খণ্ডকে হেলায় হারালেও আত্মতুষ্ট হতে নারাজ মনোজ। বলছেন, 'প্রতিপক্ষের টেল এন্ডাররা আমাদের বোলারদের বিরুদ্ধে রান করে দিচ্ছে। সেটা কখনওই কাম্য নয়। বিপক্ষকে কোনওরকম সুযোগ দেওয়াই যাবে না।'


মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে রবিবার সন্ধ্যার বিমান ধরে ইনদওর রওনা হবে বাংলা দল।


আরও পড়ুন: 'ক্যারম' কাঁটা উপড়ে ফেলতে অশ্বিনের ডামিকে হাজির করল অস্ট্রেলিয়া