কলকাতা: টানা দুই ম্যাচে জয়। দুই ম্যাচেই প্রবল চাপের মুখ থেকে বাজিমাত করেছে বাংলা। যার মধ্যে প্রথম ম্যাচে ক্রুণাল পাণ্ড্য সমৃদ্ধ বঢোদরার বিরুদ্ধে ৩৪৯ রান তাড়া করে জিতে রেকর্ড গড়েছিল দল। তবু দলের ব্যাটিং নিয়ে খুশি নন অরুণ লাল (Arun Lal) ও অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। বাংলার কোচ ও অধিনায়ক কার্যত এক সুরে বলে দিচ্ছেন, রঞ্জি চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে হলে ব্যাটিংয়ের ক্ষত মেরামত করতেই হবে।


রবিবার হায়দরাবাদকে ৭২ রানে হারানোর পর কটক থেকে মোবাইল ফোনে বাংলার কোচ অরুণ লাল এবিপি লাইভকে বললেন, 'এটা দলগত স্পিরিটের জয়। সকলে একশো শতাংশের বেশি দিচ্ছে। সাফল্যের জন্য ছেলেরা মরিয়া। জেতার খিদে ও টিমগেমই আমাদের সম্বল। এই বাংলা দলকে হারানো কঠিন।'


একইসঙ্গে অরুণ লাল বলছেন, 'আমি এই দলের কোচ হওয়ার পাশাপাশি সবচেয়ে বড় সমালোচকও। কঠিন সময়ে দারুণ চরিত্র দেখাচ্ছে ছেলেরা। সেটা ঠিক। তবে ব্যাটিংয়ে এখনও ছন্দ আসছে না। টপ অর্ডারের ব্যাটাররা ক্রিজে জমে গিয়েও বড় রান করতে পারছে না। আশা করছি পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে ব্যাটাররা। প্রত্যেক ইনিংসে তিনশো করার দক্ষতা রয়েছে এই দলের। তবে আরও আত্মবিশ্বাস দরকার।'


পাশাপাশি ম্যাচের সেরা শাহবাজ আমেদকে নিয়ে উচ্ছ্বসিত কোচ। 'অবিশ্বাস্য পারফরম্যান্স ওর। ভয়ডরহীন ক্রিকেট খেলছে। বিপক্ষের ব্যাটিং পার্টনারশিপ ভাঙা না গেলে নিজেই বল চেয়ে নিচ্ছে। ঠাণ্ডা মাথায় খেলে। আমাদের দলগত পারফরম্যান্সের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শাহবাজ। তবে ক্রিকেটে তো রোজ একজনই পারফর্ম করে যাবে না। পাঁচ ছ'জনকে পারফর্ম করলেই জিতব। শাহবাজ আউট হওয়ার ভয় পায় না। বাকিদেরও ওর মতো খেলা উচিত,' বলছেন অরুণ লাল।


একই সুর অভিমন্যুর গলাতেও। নিজে বঢোদরার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে দুরন্ত ৭৯ করলেও হায়দরাবাদের বিরুদ্ধে দুই ইনিংসে ব্যর্থ। বাংলার অধিনায়ক ফোনে বললেন, 'এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। দলগত সাফল্যের ফল পেলাম। বোলাররা দুর্দান্ত খেলছে। তবে ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে। সবাই বুঝতে পারছে কোথায় ভুল হচ্ছে। দ্রুত সেই সমস্যা কাটিয়ে উঠতে হবে। আমরা চেষ্টা করছি।'