কলকাতা: গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে রঞ্জি ট্রফির (Ranji Trophy) নক আউটে পৌঁছে গিয়েছে বাংলা। রীতিমতো দাপট দেখিয়ে জয়ের হ্যাটট্রিক সেরেছে। এরপর কোয়ার্টার ফাইনাল। যেখানে সম্ভাব্য প্রতিপক্ষ ঝাড়খণ্ড ও নাগাল্যান্ড ম্যাচের বিজয়ী। তার আগে অবশ্য লম্বা বিরতি। মাঝের সময়ে চলবে শুধু আইপিএল। যা ২৬ মার্চ শুরু হচ্ছে। শেষ হবে ২৯ মে। তারপর হবে রঞ্জি ট্রফির নক আউট পর্ব।


দীর্ঘ এই বিরতিতে দলের ছন্দ নষ্ট হয়ে যাবে না? বাংলার কোচ সৌরাশিস লাহিড়ীর (Sourasish Lahiri) মতে, মাঝে লম্বা বিরতি থাকলেও সমস্যা হবে না। কারণ, দলের সকলেই ক্রিকেটের মধ্যেই থাকবেন। 'নক আউট পর্বের আগে লম্বা বিরতি রয়েছে বটে। তবে ক্রিকেট তো বন্ধ থাকবে না। আমাদের দলের ছ'জন ক্রিকেটার আইপিএলে খেলবে। পাশাপাশি কর্নেল সি কে নাইডু ট্রফিতে খেলবে এই দলের বেশ কয়েকজন। বাকি যারা রয়েছে, তারা সিএবি-র ক্লাব ক্রিকেট খেলবে। আমাদের ক্লাব ক্রিকেট পরিকাঠামো বা মানের দিক থেকে দেশের অন্যতম সেরা। ফলে সকলে খেলার মধ্যেই থাকবে। সমস্যা হবে না,' এবিপি লাইভকে বলছিলেন সৌরাশিস।


বাংলার কোচ যোগ করলেন, 'রঞ্জি ট্রফির সূচি প্রথম থেকেই সকলে জানি। পাশাপাশি সব দলেরই একই পরিস্থিতি সামলে খেলতে হবে। তাই আলাদা করে সুবিধা বা অসুবিধার প্রশ্নই উঠছে না।'


রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে চণ্ডীগড়কে রুদ্ধশ্বাস পলরিস্থিতিতে, মাত্র এক ওভার বাকি থাকতে ১৫২ রানে হারিয়ে পুরো ৬ পয়েন্ট ঘরে তুলেছে বাংলা। বাংলার দরকার ছিল সারা দিনে আটটি ভাল বলে। যে বলে চণ্ডীগড়ের শেষ আট উইকেট তুলে ফেলা যাবে। আর টানা তিন ম্যাচ সরাসরি জেতা যাবে।


বাংলার বোলাররা রবিবার সেই লক্ষ্যপূরণ করেন। যদিও ম্য়াচ বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই করে চণ্ডীগড়। তাদের আটটি উইকেট ফেলতে বাংলার বোলারদের ৮৭.৩ ওভার লাগে। দিনের খেলা শেষ হওয়ার মাত্র এক ওভার আগে লক্ষ্যভেদ করলেন বঙ্গ বোলাররা। ৯৬.২ ওভারে ২৬০ রান তুলে অল আউট হয় চণ্ডীগড়। ১৫২ রানে ম্যাচ জিতে রঞ্জি ট্রফির (Ranji Trophy) নক আউট পর্বে পৌঁছে গিয়েছে অভিমন্যু ঈশ্বরণের (Abhimanyu Easwaran) দল।