সন্দীপ সরকার, কলকাতা: তাঁর বাবা খেলতেন ফুটবলার। কলকাতায় ছিলেন দীর্ঘদিন। ছেলের পছন্দ ক্রিকেট। জোরে বোলিং করেন। বুধবার ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির (Ranji Trophy) কোয়ার্টার ফাইনালে বাংলাকে জোড়া ধাক্কা দিলেন সুপ্রিয় চক্রবর্তী (Supriyo Chakraborty)। বাংলা শিবিরকে হুঁশিয়ারিও দিয়ে রাখলেন বাঙালি পেসার (Ben vs Jha)।
বাংলায় ঝরঝর করে কথা বলতে পারেন। কলকাতায় এসে সতীর্থদের কাছে নতুন নাম পেয়েছেন সুপ্রিয়। কী সেই নাম? 'লঙ্কা,' হাসতে হাসতে বলছিলেন ডানহাতি পেসার। যোগ করলেন, 'আসলে টিমহোটেলে কাল রাতে ডিনারের সময় সতীর্থরা সকলে লঙ্কা খেতে চাইছিল। কিন্তু বোঝাতে পারছিল না। আমি সেটা বলে দেওয়ার পর থেকে ওরা মজা করে এই নামে ডাকছে।'
কেরিয়ারের দ্বিতীয় রঞ্জি ম্যাচ। আর সেই ম্যাচে সুপ্রিয়র দুই শিকার অভিমন্যু ঈশ্বরণ ও মনোজ তিওয়ারি। বাংলার সেরা দুই ব্যাটসম্যান। ইডেন গার্ডেন্সে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ২৩৮/৫। ঝাড়খণ্ডের চেয়ে ৬৫ রানে এগিয়ে গিয়েছে বাংলা। ম্যাচে তো আপনারা চাপে?
সুপ্রিয় বলছেন, 'আমি তো বলব আমরা ভাল জায়গায় রয়েছি। বিশেষ করে দ্বিতীয় উইকেটে ওরা সেঞ্চুরি পার্টনারশিপ করার পর আমরা পরপর কয়েকটা উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছি।' তারপরই হুঁশিয়ারির সুরে সুপ্রিয় বলছেন, 'আমরা দ্বিতীয় নতুন বল নিয়েছি। বাংলার লিড ১০০ থেকে ১২০ রানের বেশি হতে দেব না। তার মধ্যেই ওদের বাকি ৪ উইকেট তুলে নেব। বৃহস্পতিবার প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ। বাংলার লিড ১২০-র বেশি না হতে দিলে ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে আমাদের।'
যদিও এখান থেকেও বড় লিডের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না মনোজ। বলছেন, 'হাতে এখনও পাঁচজন ব্যাটার রয়েছে। যাদের মধ্যে চারজনের ব্যাটের হাত ভাল। তারা যদি প্রত্যেকে ২৫ রান করেও করতে পারে, আমরা দেড়শো রানের লিড নেব। আপাতত বৃহস্পতিবার সকালে প্রথম ঘণ্টা সতর্কভাবে খেলে দেওয়াই লক্ষ্য। এমন নয় যে, আমরা পিছিয়ে পড়েছি। বরং ৬৫ রানের লিড রয়েছে আমাদেরই। আমি ইতিবাচক। সেমিফাইনালে আমরাই যাব।'
এই ম্যাচে কাজি জুনেইদ সইফিকে ওপেনার হিসাবে খেলিয়েছে বাংলা। তিনি রান পাননি। ২৪ বলে মাত্র ১ রান করে ফেরেন। অভিমন্যু ৭৭ ও সুদীপ ঘরামি ৬৮ রান করেন। অনুষ্টুপ (২৫) ও মনোজ (১৩) দুজনই ক্রিজে সেট হয়ে গিয়েও আউট হয়েছেন। ঝাড়খণ্ডের ১৭৩ রান তাড়া করতে নেমে দিনের শেষে বাংলা ২৩৮/৫। ২৫ রান করে অপরাজিত অভিষেক পোড়েল। শাহবাজ আমেদ ১৭ রান করে ক্রিজে।
আরও পড়ুন: ধোনির রাজ্যের বিরুদ্ধে লিড নিল বাংলা, সেমিফাইনালে আমরাই খেলব, বলছেন আত্মবিশ্বাসী মনোজ