অ্যাডিলেড:  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্ট খেলছে ভারত। অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিন ফিল্ডিংয়ের সময় স্লিপে দাঁড়িয়ে খানিক নেচে নিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।এদিন বৃষ্টিতে খেলায় ব্যাঘাত হলেও ৩০ বছরের অধিনায়ক বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে- বিরাট'স লাভিং ইট..।

অস্ট্রেলিয়াকে ভারত ২৩৫ রানে অল আউট করে দেওয়ার পর বৃষ্টির জন্য আম্পায়াররা লাঞ্চের সময় এগিয়ে নিয়ে আসেন।



এদিন মহম্মদ শামির পরপর দুই বলে উইকেট অজি ইনিংসের ইতি টানে। উইকেটরক্ষক ঋষভ পন্ত এই ইনিংসে ছয়টি ক্যাচ নিয়েছেন। একটি ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার ক্ষেত্রে মহেন্দ্র সিংহ ধোনির নজির স্পর্শ করলেন ঋষভ।