নয়া দিল্লি : বোলিং-বান্ধব পরিবেশে দাঁতে দাঁত চেপে লড়াই। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ৩৪১ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র একসময় ৫৪ রানে ৫ উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলা দল (Bengal Team)। কিন্তু, সেই জায়গা থেকে দলকে দায়িত্ব নিয়ে টেনে তুললেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary) ও শাহবাজ আহমেদ। তাঁদের লড়াকু ইনিংস রঞ্জিতে (Ranji) বাংলার আশা বাঁচিয়ে রাখল, এমনই বলছে ক্রিকেট-বিশেষজ্ঞ মহল।


গতকালই কোনঠাসা পরিস্থিতিতে পড়ে গিয়েছিল বাংলা ক্রিকেট দল। মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনাল। বাংলা বোলারদের পিটিয়ে প্রথম দিনেই বিশাল স্কোর বোর্ডে তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছিল প্রতিপক্ষ শিবির। দ্বিতীয় দিনে যখন মধ্যপ্রদেশ অল আউট হল, তখন স্কোরবোর্ডে ৩৪১ রান।


আরও পড়ুন ; ১৬৫-তে থামলেন মন্ত্রী, রঞ্জির সেমিতে বাংলার বিরুদ্ধে ৩৪১ রান বোর্ডে তুলে নিল মধ্য়প্রদেশ


একনজরে বাংলার-ইনিংস-


মধ্যপ্রদেশের বিরুদ্ধে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলা শিবির। প্রথম ওভারেই শূন্য রানে দুই উইকট খুইয়ে ফেলে। ওভারের তৃতীয় বলে অভিষেক রমন ও শেষ বলে আউট হয়ে যান সুদীপ কুমার ঘরামি। স্কোরবোর্ডে তখন শূন্য। এরপর দলের ১১ রানের মাথায় আউট হন অনুষ্টুপ মজুমদার। ৪৪ রানের মাথায় আরও একটি উইকেটের পতন হয়। অভিমন্যু ঈশ্বরণের । পঞ্চম উইকেট পড়ে ৫৪ রানে। ১৫.৪ ওভারে আউট হন অভিষেক পোড়েল। 


সেই জায়গা থেকে দলকে টেনে তোলেন মনোজ ও শাহবাজ। ১৮২টি বল খেলে ৯টি চার সহযোগে ৮৪ রানে অপারজিত মনোজ। অন্যদিকে, ব্যক্তিগত ৭২ রানের ইনিংস খেলে ক্রিজে শাহবাজ। তিনি ৯টি চার মারেন।


মনোজ-শাহবাজের এই লড়াইয়ে উচ্ছ্বসিত বাংলার কোচ অরুণ লাল। দুই ক্রিকেটারেরই প্রশংসা করে বলেছেন, উভয়েই চমৎকার খেলোয়াড়। মনোজ একজন কিংবদন্তি। বাংলার হয়ে কেউ ওর মতো রান করেনি। খিদে কাকে বলে আজ দেখাল মনোজ। দারুণভাবে চাপ ও বলের টার্ন সামলেছে। খুবই দক্ষ, খেলাটা ভাল বোঝে এবং ভয়ডরহীন কিছু সিদ্ধান্ত নিতে পারে। শাহবাজ অবিশ্বাস্য। ওর মেজাজ অবিশ্বাস্য। সাফল্য নিশ্চিত। কিন্তু, লিড না পেলে এই লড়াইয়ের কোনও অর্থ থাকবে না। সেমিফাইনালে চাপ থাকবে সেটাই প্রত্যাশিত। এই উইকেটে কিছু নেই। কিন্তু, মুকেশ ও আকাশ দুর্ধর্ষ বল করেছে।