কলকাতা: শুধু শিশু বা মহিলা নন। বিশ্বজুড়ে নিগ্রহের শিকার হন বয়স্করাও। সম্পত্তি হোক বা অন্য কোনও কারণ, নানা কারণে এবং নানা সময়ে বয়স্ক নাগরিকদের উপর নানা নিগ্রহের ঘটনা সামনে এসেছে।


এই সমস্যা বিশ্বব্যাপী। তাই এমন সমস্যা বোঝা এবং তা রোখার জন্য সচেতনতা প্রসার করা অত্যন্ত প্রয়োজনীয়। বয়স্কদের নিগ্রহের ঘটনায় অধিকাংশ ক্ষেত্রে কাছের কেউ জড়িত থাকার প্রমাণ মেলে। ফলে এমন ঘটনা রোখা আরও বেশি চ্যালেঞ্জিং বলে মনে করেন অনেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation)-এ মনে করে  প্রতি ৬ জন বয়স্কের মধ্যে অন্তত একজন কোনও না কোনওভাবে নিগ্রহের শিকার হয়ে থাকেন। এটি রুখতে সচেতনতা বৃদ্ধির জন্য একটি বিশেষ দিন বেছে নেওয়া হয়েছে। প্রতিবছর ১৫ জুন পালিত হয়ে থাকে World Elder Abuse Awareness Day.


এ বছরের থিম:
২০২২ সালেও প্রতিবছরের মতো পালিত হয়েছে এই দিনটি। এবারের থিম Building Strong Support for Elders.


 





ইউনাইটেড নেশনস-এর মঞ্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও  ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর দি প্রিভেনশন অফ এল্ডার অ্যাবিউস (International Network for the Prevention of Elder Abuse) -এর যৌথ উদ্যোগে শুরু হয়েছিল এমন দিন পালন। 


আরও পড়ুন: ঘুমের সমস্যা? যোগব্যায়ামে মিলতে পারে সুরাহা