তিরুবনন্তপুরম: রঞ্জিতে কেরলের বিরুদ্ধে ম্য়াচের প্রথম দিনের শেষে চাপে বাংলা। সারাদিনে মাত্র ৪ উইকেট তুলতে পারলেন বঙ্গ বোলাররা। যার জন্য রীতিমত হতাশ গোটা বাংলা থিঙ্কট্যাঙ্ক। গোটা ম্যাচে ফিল্ডিং নিয়েও প্রশ্নচিহ্ন উঠে গেল। ক্যাচ মিস না করলেও স্লিপ করিডর দিয়ে একাধির বল গড়িয়ে গেল থার্ডম্যানে বাউন্ডারি লাইনের দিকে। এখনও পর্যন্ত একমাত্র আসামের বিরুদ্ধে ম্যাচ ছাড়া আর কোনও ম্যাচে জয় ছিনিয়ে নিতে পারেনি বাংলা। তাই এই ম্যাচ মনোদের দলের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তিনশোর গণ্ডি পেরিয়ে গেলে যে এই ম্য়াচ প্রায় হাত থেকে বেরিয়ে যাবে, তা বেশ ভালই বুঝতে পারছে বঙ্গ শিবির।


এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল কেরল। রোহন কুন্নুমাল ও জলজ সাক্সেনা নেমেছিলেন ওপেনিংয়ে। ১৯ রান করে আউট হন রোহন। অন্য়দিকে জলজ সাক্সেনা পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৪০ রান করেন। অধিনায়ক সঞ্জু স্যামসন ৮ রানের ইনিংস খেলে শাহবাজ আহমেদের বলে আউট হয়ে ফিরে যান। তবে। বাংলার বোলারদের সামনে চিনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন সচিন বেবি। ২২০ বলে ১১০ রানের ইনিংস খেলে এখনও অপরাজিত রয়েছেন তিনি। ১০টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন। এছাড়া তাঁর সঙ্গে ক্রিজে আছেন অক্ষর চন্দ্রন। ৭৬ রানে অপরাজিত রয়েছেন তিনি।  বাংলার বোলারদের মধ্যে শাহবাজ, আকাশ দীপ, সুরজ, অঙ্কিত একটি করে উইকেট নেন। 


বাংলার এই পারফরম্যান্সে বেশ হতাশ দলের বোলিং কোচ সৌরাশিস লাহিড়ী। তিনি বলেন, ''পারফরম্য়ান্স একেবারেই আশাপ্রদ নয়। আমাদের কাছে এই ম্যাচ জিততেই হবে। এখনও আশা রাখছি যদি তিনশোর গণ্ডির ধারেকাছে আটকে দেওয়া যায় কেরালাকে তবে কিছুটা সুযোগ হয়ত তৈরি করা যাবে।'' কেরালার বোলিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। মনােজ, অনুষ্টুপরা সামলাতে পারবেন? সৌরাশিস বলছেন, ''জলজ সাক্সেনা, শ্রেয়স গোপালের মত বোলার রয়েছে ওঁদের দলে। নিঃসন্দেহে ব্যাটিং করাটা ওঁদের বিরুদ্ধে খুব একটা সহজ হবে না।''


এদিনের ম্য়াচে বাংলার জার্সিতে অভিষেক হল রঞ্জোৎ সিংহ খাইরার। অভিমন্যুর সঙ্গে ওপেনে নামতে পারেন তিনি। তবে বাংলার পারফরম্যান্স নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। বঙ্গ ক্রিকেটের ভবিষ্যৎ কেমন, তা কিন্তু চিন্তার বিষয়। অনূর্ধ্ব ২৩ এর পারফরম্য়ান্স ভাল হয়নি। গত কয়েক বছরে সেই অর্থে জুনিয়র পর্যায় থেকে কোনও ক্রিকেটার উঠছেন না, যাঁকে সিনিয়র দলে খেলানো যেতে পারে। মনোজের নেতৃত্বে চলতি রঞ্জিতে কতটা আশা জাগাতে পারে বঙ্গ ব্রিগেড, তা এখন দেখার।