সন্দেশখালি, উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের সময় প্রশ্ন তুলেছিল ভাঙড়-সহ দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana)। সেসময় ঘটনাস্থলে গিয়েছিলেন খোদ রাজ্যপাল (Governor CV Ananda Bose)। হাওড়া বিরোধী নেতারা রাজ্যের আইন-শৃঙ্খলা (Law and Order) নিয়ে প্রশ্ন তুলেছিলেন। একাধিকবার রাজ্যে ঘটে চলা হিংসাকাণ্ডে (Violence) চিঠি গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র কাছে (Amit Shah)। যদিও এক হাতে তালি না বাজার তত্ত্বও বারবার চোখে আঙুল দিয়ে বোঝানো হয়েছে। তবে সাম্প্রতিকালে যেকটি হামলার ঘটনা হয়েছে, তার মধ্যে অন্যতম সন্দেশখালিকাণ্ড (Sandeshkhali Violence)।


পুলিশের উপস্থিতিতেই আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি সন্দেশখালিতে !


যেখানে অভিযানে বেরিয়ে হামলার শিকার হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী (Central Force) সংস্থা থেকে শুরু করে সংবাদ মাধ্যমও। এদিকে এতকাণ্ড যাকে ঘিরে, সেই শেখ শাহজাহানই (Sheikh Shajahan) বেপাত্তা। তাঁর কোনও খোঁজ পায়নি পুলিশ (Police)। এদিকে এতদিন ধরে শাহজাহান বাহিনীর চলে আসা অত্যাচার মুখে বুজে মেনে নিলেও এবার প্রতিবাদে জ্বলছে সন্দেশখালি। অভিযোগের আগুন এতটাই উসকে গিয়েছে যে, এবার পুলিশের উপস্থিতিতেই আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করতে দেখা গিয়েছে সন্দেশখালিতে। 


লাঠি, কাটারি হাতে দেখা গেল মহিলাদের


বুধ,বৃহস্পতির পর শুক্রবার। ফের উত্তপ্ত সন্দেশখালি।আবার জ্বলল আগুন। বুধ ও বৃহস্পতিবার যেভাবে বিক্ষোভকারীদের মধ্যে অধিকাংশই মহিলারা ছিলেন।এদিন জেলিয়াখালিতেও লাঠি, কাটারি হাতে দেখা গেল মহিলাদের এবার সন্দেশখালির জেলিয়াখালিতে। জ্বালিয়ে দেওয়া হল জেলা পরিষদের সদস্য ও সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর পোলট্রি ফার্ম। ভাঙচুর করা হল তাঁর মদের দোকান ও বাগানবাড়িতে। সেখানেও ধরিয়ে দেওয়া হল আগুন।


' ঘর বাঁধা ছিল, সেই ঘর তুলে দিয়ে এই পোলট্রি ফার্ম করেছে'


এক বিক্ষোভকারী বাসিন্দা জানিয়েছেন,' ঘর বাঁধা ছিল, সেই ঘর তুলে দিয়ে এই পোলট্রি ফার্ম করেছে।' অপর এক বিক্ষোভকারী বাসিন্দা বলছেন, 'শিবু হাজরাকে চাই, শিবু হাজরাকে চাই, হাজরা এখানে আসুন, আমার ঘরদোর সব ভেঙে দিয়েছে। মদের দোকান করেছে লাইসেন্স করে, এই শিবু হাজরা, ওর সব জমি দখল করেছে। শিবু হাজরার জেল চাই, শাহজাহানের জেল চাই', সরব বিক্ষোভকারীর দল।   ইতিমধ্যেই গোটা ঘটনায় অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। তবে পাল্টা বিরোধীদের ঘাড়ে দায় তৃণমূলের (TMC)। 


আরও পড়ুন, শেষ বেলায় শীতের কামড়, আগামী ২৪ ঘণ্টায় কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?


সন্দেশখালিকাণ্ডে গ্রেফতার একাধিক 


সন্দেশখালিতে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার  একাধিক জন। সন্দেশখালিতে গ্রামবাসীদের বিক্ষোভের আবহেই, বুধবার রাতে, সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শিবু হাজরার পলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাঁর অভিযোগের ভিত্তিতে,  ৩ জন গ্রামবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগের প্রেক্ষিতে ২ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে, তাঁদের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে ২ তৃণমূল নেতা শিবু হাজরা উত্তম সর্দারের নামে, সন্দেশখালি থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক মহিলা।