সন্দীপ সরকার, কলকাতা: অসমের বিরুদ্ধে রঞ্জি (Ranji Trophy) ম্যাচের প্রথম দিনই মাইলফলক স্পর্শ করেছিলেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন বাংলার ক্রিকেটার। দ্বিতীয় দিন সেই ম্যাচই আরও স্পেশ্যাল হয়ে রইল মনোজের কাছে। কারণ, সেঞ্চুরি করলেন ডানহাতি ব্যাটার। ২৬৪ বলে ১০০ রান করলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০তম সেঞ্চুরি মনোজের। দ্বিতীয় দিন বাংলার প্রথম ইনিংস শেষ হল ৪০৫ রানে। জবাবে কোণঠাসা অসম। ঘরের মাঠে ৯৯ রানে ৮ উইকেট পড়ে গিয়েছে অসমের। গোদের ওপর বিষফোঁড়া, রিয়ান পরাগের চোট। যে কারণে ব্যাটই করতে পারলেন না অসম অধিনায়ক।
ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান রিয়ান। মাঠ থেকেই তাঁকে স্ক্যান করাতে ছুটতে হয়। তাঁর কাঁধে বেশ ব্যথা রয়েছে। সম্ভবত এই ম্যাচে আর ব্যাট করতে পারবেন না তিনি। যা বাংলা শিবিরের কাছে শাপে বর হতে পারে।
দ্বিতীয় দিনের খেলার শেষে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারির গলায় স্বস্তি। গুয়াহাটি থেকে মোবাইল ফোনে বললেন, 'এই ম্যাচটা সত্যিই আমার কাছে স্পেশ্যাল। প্রথম শ্রেণির ক্রিকেটে দশ হাজার রান পেয়েছি। সেঞ্চুরিও পেলাম। আগের দুই ম্যাচের তিন ইনিংসে রান পাইনি। মন খারাপ ছিলই। সেই আফশোস কিছুটা কমল। তবে ইচ্ছে ছিল ইনিংসটা আরও লম্বা টেনে নিয়ে যাওয়ার। একশো করেই আউট হয়ে যাওয়ায় হতাশ হয়েছিলাম। তবে দিনের শেষে মনে হচ্ছে, ভালই হয়েছে আউট হয়ে গিয়ে। তাতে আমাদের বোলাররা তাদের সেরাটা মেলে ধরতে পেরেছে।'
মনোজ স্বস্তিতে কারণ, বাংলার বোলারদের চাপে দিনের শেষে অসমের স্কোর ৯৯/৮। বাংলার চেয়ে ৩০৬ রানে পিছিয়ে অসম। এখান থেকে ইনিংস হার বাঁচানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ অসমের। তার ওপর সম্ভবত ব্যাট করতে পারবেন না রিয়ান। ফলে আর এক উইকেট নিলেই অসমের প্রথম ইনিংস মুড়িয়ে দিতে পারবে বাংলা। বাড়বে ইনিংস জয়ের সম্ভাবনাও। আর ইনিংসে জয় মানেই মহার্ঘ ৭ পয়েন্ট।
মনোজ বলছেন, 'আমাদের বোলাররা দারুণ বল করেছে। সূরজ, কাইফ দুজন তো ভাল বোলিং করেছেই, অঙ্কিত মিশ্রও অভিষেক ম্যাচে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে। রবিবার সকালে আমাদের লক্ষ্য হবে দ্রুত ওদের এক উইকেট তুলে নিয়ে ফলো অন করানো। এখানে ম্যাচ সকাল সাড়ে আটটায় শুরু হচ্ছে। শুরুর দিকে বোলারদের জন্য সাহায্য থাকছে। সেই সময়ই আঘাত করতে হবে। বোনাস পয়েন্টের জন্যই ঝাঁপাব আমরা।'
সূরজ ও কাইফ তিনটি করে উইকেট নিয়েছেন। ২ উইকেট অঙ্কিতের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে