Infinix Smart 8 Pro: ইনফিনিক্স স্মার্ট ৮ প্রো (Infinix Smart 8 Pro) লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। আর রয়েছে ৬.৬ ইঞ্চির IPS LCD স্ক্রিন যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ইনফিনিক্সের নতুন ফোনে (Infinix Smartphones) একটি মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন)- (Android 12 Go Edition) এর সাপোর্টে। একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে ইনফিনিক্স স্মার্ট ৮ প্রো ফোনে। 


ইনফিনিক্স স্মার্ট ৮ প্রো ফোন ৪ জিবি এবং ৮ জিবি র‍্যাম ও ৬৪ জিবি এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে। গ্যালাক্সি হোয়াইট, রেনবো ব্লু, শাইনি গোল্ড, টিম্বার ব্ল্যাক- এই চারটি রঙে ইনফিনিক্স স্মার্ট ৮ প্রো বিক্রি হবে ভারতে। এখনও ইনফিনিক্সের এই ফোনের দাম প্রকাশ্যে আসেনি। কবে থেকে ফোনের বিক্রি শুরু হবে তাও জানা যায়নি। আগামী দিনে এইসব তথ্য প্রকাশ্যে আসবে বলেই অনুমান প্রযুক্তি বিশেষজ্ঞদের। 


ইনফিনিক্স স্মার্ট ৮ প্রো ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। এছাড়াও এখানে রয়েছে ৬.৬৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত IPS LCD স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ গো এডিশনের সাপোর্ট রয়েছে। 

  • এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৩৬ চিপসেট রয়েছে। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। ইনফিনিক্স স্মার্ট ৮ প্রো ফোনে ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজন্স ফিচার যুক্ত লেন্স। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে ইনফিনিক্স স্মার্ট ৮ প্রো ফোনে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব স্টোরেজের পরিমাণ। কানেক্টিভিটি অপশন হিসেবে ইনফিনিক্স স্মার্ট ৮ প্রো ফোনে ৪জি এলটিই, ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫, ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে এই ফোনে। 

  • ইনফিনিক্স স্মার্ট ৮ প্রো ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। এছাড়াও ফোনের সাইডের অংশে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ইউজারের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য এই ফিচার প্রয়োজন। 


আরও পড়ুন- ওয়ানপ্লাসের দ্বিতীয় স্মার্টওয়াচ কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকতে পারে এই ডিভাইসে?