নয়াদিল্লি: জাতীয় দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখানোর কয়েকদিন পরেই রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নেমে রান পেলেন না লোকেশ রাহুল ও করুণ নায়ার। রাহুল করলেন মাত্র ৪ রান এবং নায়ার ১৪। ব্যাটিং ব্যর্থতার ফলে তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে প্রথম ইনিংসে মাত্র ৮৮ রানে অলআউট হয়ে গেল তারকাখচিত কর্ণাটক। সহজেই সেই রান টপকে গিয়েছে তামিলনাড়ু। ফলে চাপে কর্ণাটক।

রবিচন্দ্রন অশ্বিন ও মুরলী বিজয় না খেলায় ম্যাচ শুরু হওয়ার আগে খাতায়-কলমে এগিয়েছিল কর্ণাটক। কিন্তু খেলা শুরু হতেই অন্য চিত্র দেখা গেল। টসে জিতে ফিল্ডিং নিয়ে পরপর উইকেট তুলে নিলেন তামিলনাড়ুর বোলাররা। কর্ণাটকের মাত্র চার জন ব্যাটসম্যান দু অঙ্কের রান করেছেন। সর্বোচ্চ মণীশ পাণ্ডের (২৮)। ৬ উইকেট নিয়ে নায়ক অশ্বিন ক্রিস্ট। ৩ উইকেট নিয়েছেন নটরাজন।