কলকাতা: এবার কি হিন্দি ভার্সন ‘সোনার কেল্লা’-র? পুরোপুরি না হলেও কিছুটা তো বটেই। ফেলুদার স্রষ্টা সত্যজিৎ রায় পুত্র সন্দীপ রায় এবিপি আনন্দ ওয়েবসাইটের কাছে স্বীকার করে নিয়েছেন এ কথা। তিনি জানিয়েছেন, পরিণীতা খ্যাত প্রদীপ সরকার একটি হিন্দি ছবি পরিচালনা করছেন, যার গল্প এগোবে এক জাতিস্মরের কথা নিয়ে। ‘সোনার কেল্লা’-র মুকুলের মত পুনর্জন্ম হওয়া একজনের গল্প তবে সত্য ঘটনা অবলম্বনে।
প্রদীপের ছবির সঙ্গে মূল ‘সোনার কেল্লা’-র বিশেষ মিল নেই। নেই ফেলু মিত্তির, তোপসে, লালমোহনবাবুও। তবে গোয়েন্দা একজন অবশ্যই থাকবেন, সঙ্গে সহকারী।
‘সোনার কেল্লা’-র অনুপ্রেরণাতে ছবিটি করতে চান প্রদীপবাবু।
সত্যজিৎ রায়ের কয়েকটি ছোট গল্প নিয়ে হিন্দিতে কাজ করার জন্য পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়কে সন্দীপ ইতিমধ্যেই অনুমতি দিয়েছেন।
‘সোনার কেল্লা’-র অনুপ্রেরণায় প্রদীপ সরকারের ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Dec 2016 02:45 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -