কলকাতা: বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল (Laxmiratan Shukla) যতই বলে যান না কেন, 'পরের ৪ ম্যাচে ২৪ পয়েন্ট পাব না কে বলতে পারে,' রঞ্জি ট্রফির (Ranji Trophy) নক আউটে ওঠার অঙ্ক আরও কঠিন হল মনোজ তিওয়ারিদের (Manoj Tiwary)। বাংলার চাপ আরও বাড়িয়ে দিল মুম্বই। কেরলকে ২৩২ রানে হারিয়ে ৬ পয়েন্ট ঘরে তুললেন অজিঙ্ক রাহানেরা (Ajinkya Rahane)। যে জয়ের নায়ক শামস মুলানি। বাঁহাতি স্পিনার ৪৪ রানে নিলেন ৫ উইকেট। সব মিলিয়ে ম্যাচে ৬ উইকেট। কেরলের দ্বিতীয় ইনিংস সোমবার মুড়িয়ে গেল মাত্র ৯৪ রানে।


রঞ্জি ট্রফির এলিট গ্রুপ বি-তে ৩টি ম্যাচই সরাসরি জিতল মুম্বই। তার মধ্যে প্রথম দুই ম্যাচে রাহানেরা জিতেছেন বোনাস পয়েন্ট-সহ। সব মিলিয়ে ৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে কার্যত নক আউটের দরজা খুলেই ফেলেছে মুম্বই।


৪টি গ্রুপ থেকে ২টি কর দল উঠবে কোয়ার্টার ফাইনালে। গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে রয়েছে ছত্তীসগড়। যারা ইডেন থেকে এক পয়েন্ট ছিনিয়ে নিল। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ১১। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অন্ধ্র প্রদেশ। যারা অসমকে তৃতীয় রাউন্ডে ১৭২ রানে হারিয়ে দিয়েছে। তিন ম্য়াচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে চার নম্বরে উত্তর প্রদেশ। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে বাংলা। মনোজদের পিছনে শুধু কেরল (৩ ম্যাচে ৪ পয়েন্ট), বিহার (৩ ম্যাচে ৩ পয়েন্ট) ও অসম (৩ ম্যাচে ১ পয়েন্ট)। বাংলার ম্যাচ বাকি অসম, মুম্বই, কেরল ও বিহারের বিরুদ্ধে। শেষ আটের দৌড়ে থাকতে অন্তত ২টি ম্যাচে সরাসরি জিততেই হবে বাংলাকে।


তৃতীয় রাউন্ডে বিদর্ভকে ২৩৮ রানে হারিয়ে নিজেদের প্রথম জয় অর্জন করেছে গতবারের চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র। মণিপুরকে ইনিংস ও ৩৩৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ এ-র শীর্ষে উঠে এসেছে হরিয়ানা। রেলওয়েজকে ইনিংস ও ১২৯ রানে হারিয়েছে তামিলনাড়ু। উত্তরাখণ্ডকে ৫৫ রানে হারিয়েছে পুদুচেরি। মধ্য প্রদেশের কাছে ৮৬ রানে হেরে গিয়ে গ্রুপ ডি-র তলানিতে দিল্লি। খারাপ আবহাওয়ার জন্য উত্তর প্রদেশ বনাম বিহার, বাংলা বনাম ছত্তীসগড়, পাঞ্জাব বনাম ত্রিপুরা ও গুজরাত বনাম চণ্ডীগড় ম্যাচের একটি করে ইনিংসও শেষ হয়নি। এক পয়েন্ট করে ভাগাভাগি হয়ে গিয়েছে।


আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি, বোর্ডের ঘোষণায় তীব্র জল্পনা




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে