ইনদওর: রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালের তৃতীয় দিনও বাংলার হাতে ম্যাচের রাশ। মধ্যপ্রদেশের প্রথম ইনিংস মাত্র ১৭০ রানে গুটিয়ে দিল বাংলা (Ben vs MP)। পেয়ে গেল ২৬৮ রানের বিরাট লিড। আর বল হাতে বাংলার নায়ক আকাশ দীপ (Akash Deep)। ডানহাতি পেসার একাই নিলেন ৫ উইকেট। সব কিছু ঠিকঠাক চললে বাংলার ফাইনালে ওঠা স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করছেন কেউ কেউ।
মধ্যপ্রদেশ গতবারের চ্যাম্পিয়ন। তার ওপর খেলা হচ্ছে রজত পতিদারদের ঘরের মাঠে। ইনদওরের হোলকার স্টেডিয়ামে। স্বাভাবিকভাবেই মানসিক দিক থেকে সুবিধাজনক জায়গায় থাকার কথা চন্দ্রকান্ত পণ্ডিতের ছেলেদের। তবে ম্যাচের ফাঁকে বাংলা শিবির উজ্জীবিত বিশেষ একজনের ফোনে। তিনি, সৌরভ গঙ্গোপাধ্যায়। জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক ফোন করে বাংলার সেমিফাইনালের হালহকিকত নিয়ে খোঁজ খবর নিয়েছেন। যা বাংলার ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করে তুলেছে।
বাংলার ক্রিকেট ম্যাচের সব খবর সব সময় রাখেন সৌরভ। সূত্রের খবর, বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লকে ফোন করেছিলেন তিনি। ম্যাচের উইকেট এবং ম্যাচ সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে খোঁজ খবর নেন। কিছু মূল্যবান পরামর্শ দেন বলেও খবর।
ম্যাচের রাশ বাংলার হাতে। বাংলার ৪৩৮ রানের জবাবে মাত্র ১৭০ রানে অল আউট চন্দ্রকান্ত পন্ডিতের ছেলেরা। প্রথম ইনিংসে আগুন ঝরিয়ে পাঁচ উইকেট নিলেন আকাশদীপ। তাঁর বোলিং পরিসংখ্যান ঈর্ষণীয়। ১৮-৩-৪২-৫। বাংলার ডানহাতি ফাস্ট বোলারের ধাক্কায় বেসামাল গতবারের চ্যাম্পিয়ন দল। আকাশদীপকে যোগ্য সঙ্গত করলেন মুকেশ কুমার, ঈশান পোড়েল। ২ উইকেট নিয়ে মধ্যপ্রদেশের ব্যাটিং ভাঙতে সাহায্য করলেন শাহবাজ আমেদও।
১০১ রানের মধ্যে ছয় উইকেট পড়ে যায় মধ্যপ্রদেশের। ৬ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে গিয়েছিল মধ্যপ্রদেশ। ফিরে এসে সারাংশ জৈন এবং শুভম শর্মা বাংলার বোলারদের বিরুদ্ধে পাল্টা লড়াই শুরু করেন। ৫৪ রানের জুটি গড়েন তাঁরা। কিন্তু আকাশ দীপ সেই জুটি ভেঙে দেন। সারাংশকে ফিরিয়ে দেন তিনি। বোল্ড হয়ে যান সারাংশ। পরের বলেই কুমার কার্তিকেয়র উইকেট তুলে নেন আকাশ। হ্যাটট্রিক করার সুযোগ ছিল তাঁর সামনে। তবে কয়েকটা বল পরে আবেশ খানকে ফেরান আকাশ।
আরও পড়ুন: কলকাতা বইমেলায় তারকা অতিথি, মেলার মাঠে হাজির স্পিডস্টার উমরন