কলকাতা: কথায় আছে সকালটা দেখে বোঝা যায় যে সারা দিনটা কেমন যাবে। তবে রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে বাংলা বনাম মধ্যপ্রদেশ (Bengal vs Madhyapradesh) ম্যাচের তৃতীয় দিনের সকালটা দেখে কেউ একবারও আন্দাজ করতে পারেননি যে দিনের শেষে চাপ বাড়বে বাংলা দলের। শেষ চারের মঞ্চ। আর সেখানেই জােড়া সেঞ্চুরি। প্রথমে মনোজ তিওয়ারি ও পরে শাহবাজ আহমেদ। বাংলাকে স্বপ্ন দেখাচ্ছিলেন এই ২ তারকা ক্রিকেটার। কিন্তু ২ জনে ফিরতেই যেন ফের একবার অন্ধকার নেমে এল। ১৮৩ রানের বিশাল পার্টনারশিপ গড়লেও বাংলাকে তরী পার করাতে পারলেন না। প্রথম ইনিংসে ৬৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে বোর্ডে ১৬৩ রান তুলে ফেলেছে মধ্যপ্রদেশ। অর্ধশতরান হাঁকিয়ে বাংলার পথে কাঁটা হয়ে দাঁড়িয়ে আছেন রজত পাতিদার।


সকালে সেঞ্চুরি মনোজ, শাহবাজের


মধ্য়প্রদেশের প্রথম ইনিংসে ৩৪১ রানের জবাবে ব্য়াট করতে নেমে মাত্র ৫৪ রান বোর্ডে তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছিল বাংলা। সেখান থেকেই গতকাল শেষ ২ সেশন ও আজ প্রথম সেশনটা পুরোটা ব্যাট করলেন মনোজ তিওয়ারি ও শাহবাজ আহমেদ। ২ জনে মিলে বোর্ডে ১৮৩ রান তুলে নেন।  ২১১ বলে ১০২ রানের ইনিংস খেলেন মনোজ। তাঁকে যোগ্য সঙ্গ দিয়ে ২০৯ বলে ১১৬ রানের ইনিংস খেলেন শাহবাজ আহমেদ। কিন্তু 


বাংলাকে নির্ভরতা দেন রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি। বাংলা দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতের জাতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যানের সঙ্গে জুটি বেঁধে বাংলাকে খাদের কিনারা থেকে বের করে নিয়ে আসেন শাহবাজ আহমেদ। ২০৯ বলে ১১৬ রানে ইনিংস খেলেছেন শাহবাজ। শেষ পর্যন্ত বাংলার ইনিংস শেষ হয়ে ২৭৩ রান।


দ্বিতীয় ইনিংসে রজত পাতিদারের অর্ধশতরান


৬৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমে তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলে নিয়েছে মধ্যপ্রদেশ। আগের ইনিংসে শতরানকারী হিমাংশু মন্ত্রী ফিরে গেলেও মুকেশ, আকাশ দীপদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছেন আইপিএলে আরসিবির হয়ে শতরান হাঁকানো রজত পাতিদার। তিনি ৬৩ রান করে অপরাজিত রয়েছেন।