নয়াদিল্লি: মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির আপাত গুরুত্বহীন ম্যাচে অসাধারণ দ্বিশতরান করলেন বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামী। তিনি প্রথম ইনিংসে ২২৫ রান করলেন। প্রথম শ্রেণির ম্যাচে এটাই তাঁর প্রথম দ্বিশতরান।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। প্রথম দিনের শেষে বাংলার রান ছিল ৪ উইকেটে ১৮৫। ৮৮ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেন শ্রীবৎস৷ দ্বিতীয় দিন অসাধারণ ব্যাটিং করেন তিনি। ৩২৮ বলে ২২৫ রান করেন এই বাঁ হাতি ব্যাটসম্যান৷
শেষ উইকেটে ১১৯ রান যোগ করে ৭৭ বছরের পুরনো রেকর্ড ভাঙে শ্রীবৎস-সায়ন ঘোষ জুটি৷ শ্রীবৎসের অসাধারণ ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ৪৭৫ রান করে বাংলা। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে মধ্যপ্রদেশের স্কোর এক উইকেটে ১৯৷
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
রঞ্জিতে দ্বিশতরান, পার্টনারশিপে ৭৭ বছরের রেকর্ড ভাঙলেন শ্রীবৎস
Web Desk, ABP Ananda
Updated at:
08 Dec 2016 07:40 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -