মুম্বই: ওয়াংখেড়ে টেস্টের প্রথম দিনেই বিপত্তি। ভুবনেশ্বর কুমারের একটি থ্রো মাথার পিছন দিকে লেগে আহত হলেন আম্পায়ার পল রাইফেল। দিনের দ্বিতীয় সেশনে এই ঘটনা ঘটে। ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করা ভুবনেশ্বরের একটি থ্রো স্কোয়ার লেগ অঞ্চলে দাঁড়িয়ে থাকা রাইফেলের মাথায় লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন পেসার। কিছুক্ষণের জন্য খেলা বন্ধ হয়ে যায়। ছুটে আসে মেডিক্যাল টিম। চিকিৎসা ও বিশ্রামের জন্য রাইফেলকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।


আরও পড়ুন, জেনিংসের শতরানে দিনের শেষে ইংল্যান্ড ২৮৮/৫

খেলা চলাকালীন মাথায় বলের আঘাতে অতীতে ভারতের রমন লাম্বা, অস্ট্রেলিয়ার ফিল হিউজসের মৃত্যু হয়েছে। ফলে রাইফেল আঘাত পাওয়ায় ওয়াংখেড়েতে আতঙ্ক ছড়িয়েছিল। যদিও সৌভাগ্যবশত এদিন খারাপ কিছু হয়নি।

রাইফেলের বদলে মাঠে আসেন তৃতীয় আম্পায়ার মারিয়াস এরাসমাস। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব সামলান শামসুদ্দিন।