মোহালি: আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে রঞ্জি ট্রফির ম্যাচে তীব্র টানাপোড়েন। আউট দেওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ শুভমান গিলের। আম্পায়ারকে 'গালাগালি'ও করেন তিনি। এরপর আম্পায়ার তাঁর সিদ্ধান্ত বদলে ফেলেন। এই ঘটনা ঘিরেই তীব্র বিতর্ক দেখা দিল।
আইএস বিন্দ্রা স্টেডিয়ামে শুক্রবার পঞ্জাবের ওপেনার শুভমন গিলকে আম্পায়ার আউট ঘোষণা করলেও তিনি ক্রিজ ছাড়তে রাজি হননি। আম্পায়ারকে তিনি গালিগালাজ করেন বলেও অভিযোগ।
জানা গেছে, দিল্লির অধিনায়ক নীতীশ রানা বলেছেন যে, শুভমান আম্পায়ার পশ্চিম পাঠকের কাছে গিয়ে তাঁকে গালিগালাজ করেন। পাঠকের এটাই প্রথম ম্যাচ।
এরপর আম্পায়ার তাঁর সিদ্ধান্ত বদলান।আম্পায়ারের এই সিদ্ধান্ত বদল মানতে পারেনি দিল্লি দল। প্রতিবাদে তারা মাঠ ছাড়ে। ফলে খেলা সাময়িকভাবে বন্ধ থাকে। অচলাবস্থা কাটাতে ম্যাচ রেফারিকে হস্তক্ষেপ করতে হয়। কিছুক্ষণ পর খেলা শুরু হয়।
পঞ্জাবের ওপেনার অবশ্য বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ৪১ বলে ২৩ রান করে আউট হন।