কুলি নাম্বার ১ ১৯৯৫-এর গোবিন্দা-করিশমা কপূরের সুপারহিট ছবিটির রিমেক। প্রথম ছবির পরিচালনায় ছিলেন বরুণের বাবা ডেভিড ধবন। নয়া রিমেকেরও পরিচালক ডেভিড, প্রযোজনায় বাসু ভগনানি, জ্যাকি ভগনানি ও দীপশিখা দেশমুখ। ১ মে মুক্তি পাবে ছবিটি। সারার সঙ্গে কুলি নাম্বার ১-এর এক টুকরো শেয়ার করলেন বরুণ
ABP Ananda, Web Desk | 03 Jan 2020 01:04 PM (IST)
কুলি নাম্বার ১ ১৯৯৫-এর গোবিন্দা-করিশমা কপূরের সুপারহিট ছবিটির রিমেক। প্রথম ছবির পরিচালনায় ছিলেন বরুণের বাবা ডেভিড ধবন।
মুম্বই: বরুণ ধবন-সারা আলি খানের আগামী ছবি কুলি নাম্বার ১। কমেডি ছবির একটি স্টিল দিয়ে দর্শকদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। একটি ছবি টুইটারে শেয়ার করেছেন বরুণ, লিখেছেন, নতুন বছরের নতুন ছবি.. আসছি আমার নায়িকাকে নিয়ে!