কুলি নাম্বার ১ ১৯৯৫-এর গোবিন্দা-করিশমা কপূরের সুপারহিট ছবিটির রিমেক। প্রথম ছবির পরিচালনায় ছিলেন বরুণের বাবা ডেভিড ধবন। নয়া রিমেকেরও পরিচালক ডেভিড, প্রযোজনায় বাসু ভগনানি, জ্যাকি ভগনানি ও দীপশিখা দেশমুখ।
১ মে মুক্তি পাবে ছবিটি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -