মুম্বই: করোনা আবহে গত মরসুমে রঞ্জি ট্রফি বাতিল করা হয়েছিল। ঘরোয়া ক্রিকেটারেরা রোজগার হারিয়ে বিপাকে পড়েছিলেন। এবার ফিরতে চলেছে রঞ্জি ট্রফি। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দিল, ১৬ নভেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি, এই তিন মাসের মধ্যে রঞ্জি ট্রফি আয়োজিত হবে। যে খবর শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভারতের ঘরোয়া ক্রিকেটারেরা।


শনিবার বিকেলে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হল, আগামী মরসুমে মোত ২১২৭টি ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলা হবে। পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে। মরসুম শুরু হবে অবশ্য মহিলা ক্রিকেট দিয়ে। ২১ সেপ্টেম্বর শুরু হবে সিনিয়র মহিলাদের ওয়ান ডে লিগ। তারপর ২৭ অক্টোবর থেকে মহিলাদের ওয়ান ডে চ্যালেঞ্জার ট্রফি আয়োজিত হবে।


গত মরসুমে করোনা অতিমারির বাড়বাড়ন্তের জেরে বাতিল করা হয়েছিল রঞ্জি ট্রফি। তবে এবার রঞ্জি ট্রফি আয়োজিত হচ্ছে বলেই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৬ নভেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি, এই তিন মাসের মধ্যে রঞ্জি ট্রফি আয়োজিত হবে। তবে পুরুষদের ক্রিকেট মরসুম শুরু হচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে। ২০ অক্টোবর শুরু হবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। ১২ নভেম্বর ঘরোয়া ক্রিকেটের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল।


রঞ্জি ট্রফি শেষ হয়ে যাওয়ার পর ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি। যে টুর্নামেন্টের ফাইনাল রাখা হয়েছে ২৬ মার্চ।


বোর্ড থেকে জানানো হয়েছে, পুরুষ ও মহিলা মিলিয়ে সবরকম বয়সভিত্তিক টুর্নামেন্ট ধরে মোট ২১২৭টি ম্যাচ আয়োজিত হবে। রঞ্জি ট্রফিতে ১৭৭টি ম্যাচ, বিজয় হাজারে ট্রফিতে ১৬৯টি ম্যাচ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১৪৯টি ম্যাচ আয়োজিত হবে। ৩৮টি করে দল অংশ নেবে তিন টুর্নামেন্টেই।


কোভিড বিধি মেনে সুষ্ঠুভাবে ঘরোয়া মরসুম শেষ করার ব্যাপারে আত্মবিশ্বাসী বোর্ডের কর্তারা। যদিও এত ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে রেখে সব টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করা সৌরভ গঙ্গোপাধ্যায়-জয় শাহদের বোর্ডের কাছে বিরাট চ্যালেঞ্জ হতে চলেছে।