এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১০ রান করে আফগানিস্তান। মাত্র ৩৬ বলে ৮১ রান করেন মহম্মদ নবি। ২১১ রানের টার্গেট তাড়া করতে নেমে রশিদের দাপটে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রানেই থেমে যায় আয়ারল্যান্ড। রশিদ মোট পাঁচটি উইকেট নেন। তিনি আয়ারল্যান্ডের ইনিংসের ১৬-তম ওভারের শেষ বলে কেভিন ও’ব্রায়েনকে আউট করে প্রথম উইকেট নেন। এরপর ১৮-তম ওভারের প্রথম বলে জর্জ ডকরেল এবং দ্বিতীয় বলে শেন গেটকেটকে আউট করে হ্যাটট্রিক সম্পন্ন করেন রশিদ। তিনি পরের বলেই সিমি সিংহকে আউট করেন। শেষ ওভারের দ্বিতীয় বলে জোসুয়া লিটলকে আউট করে পঞ্চম উইকেট নেন রশিদ। প্রথম বোলার হিসেবে টি-২০ আন্তর্জাতিকে ৪ বলে ৪ উইকেট রশিদ খানের
Web Desk, ABP Ananda | 25 Feb 2019 04:53 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দেহরাদুন: আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ ম্যাচে অসাধারণ নজির গড়লেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। টি-২০ আন্তর্জাতিকে প্রথম বোলার হিসেবে পরপর চার বলে চার উইকেট নিলেন তিনি। এই লেগস্পিনারের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে টি-২০ সিরিজের তিনটি ম্যাচেই জয় পেল আফগানিস্তান।