নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে কনিষ্ঠতম অধিনায়ক হলেন আফগানিস্তানের রশিদ খান। মাত্র ১৯ বছর ১৬৫ দিন বয়সে তিনি এই নজির গড়লেন। রবিবার জিম্বাবোয়ের বুলাবায়োতে আইসিসি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানকে নেতৃত্ব দেন রশিদ। তবে অধিনায়ক হিসেবে তাঁর শুরুটা ভাল হয়নি। সাত উইকেটে হেরে গিয়েছে আফগানিস্তান।
আন্তর্জাতিক টি-২০ র্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে এখন শীর্ষে লেগ-স্পিনার রশিদ। তিনি একদিনের আন্তর্জাতিকে বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে। আফগানিস্তানের নিয়মিত অধিনায়ক আসগর স্তানিকজাইয়ের অ্যাপেন্ডিসাইটিস হওয়ায় স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি। তাঁর বদলে অধিনায়ক হয়েই নজির গড়লেন রশিদ।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে কনিষ্ঠতম অধিনায়ক ছিলেন বাংলাদেশের রাজিন সালেহ। ২০০৪ সালের ১২ সেপ্টেম্বর বার্মিংহামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ২০ বছর ২৯৭ দিন বয়সে বাংলাদেশকে নেতৃত্ব দেন রাজিন। ভারতীয়দের মধ্যে কনিষ্ঠতম অধিনায়ক সচিন তেন্ডুলকর। ১৯৯৬ সালের কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচে ২৩ বছর ১২৬ দিন বয়সে ভারতীয় দলকে নেতৃত্ব দেন সচিন।
আন্তর্জাতিক ক্রিকেটে কনিষ্ঠতম অধিনায়ক হলেন আফগানিস্তানের রশিদ খান
Web Desk, ABP Ananda
Updated at:
05 Mar 2018 09:00 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -