রশিদ খান। আফগানিস্তানের লেগস্পিনারের দুরন্ত গুগলি বোকা বানাল অভিজ্ঞ সুরেশ রায়নাকে। সিএসকে ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ তখন ক্রিজে। ইনিংসের দশম ওভারের শেষ ডেলিভারি পা বাড়িয়ে ডিফেন্স করতে গিয়েছিলেন রায়না। তিনি ভেবেছিলেন, লেগস্পিন করার পর বলটি অনায়াসে তাঁর ব্যাটের মাঝখানে লাগবে। কিন্তু রায়না ধরতেই পারেননি যে, ধারাল এক গুগলি বেরিয়ে আসবে রশিদের আস্তিন থেকে। যে বল বাঁহাতি রায়নার লেগস্টাম্পে পড়ে চকিতে অফস্টাম্পের দিকে বাঁক খায়। রায়নার ব্যাটের নাগাল এড়িয়ে বলটি উইকেটকিপার জনি বেয়ারস্টোর গ্লাভসে জমা হয়। বিদ্যুতের গতিতে স্টাম্পিং করেন বেয়ারস্টো। হতবাক রায়না ক্রিজে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হন।
ম্যাচে অনেক রান খরচ করেছেন রশিদ। কিছুটা ব্যতিক্রমীভাবেই। ওয়াটসন ঝড়ের সামনে ৪ ওভারে ৪৪ রান দেন আফগান তারকা। বিনিময়ে রায়নার উইকেট। ছয় উইকেটে ম্যাচ হেরে প্লে-অফের দৌড়েও কিছুটা চাপ বেড়েছে হায়দরাবাদের। তবু, ডেভিড ওয়ার্নারদের সান্ত্বনা দেবে দলের সেরা বোলিং অস্ত্রের হাত থেকে বেরনো অবিশ্বাস্য গুগলি। চলতি আইপিএলের সেরা ডেলিভারির দৌড়ে ঢুকে পড়েছে রশিদের যে অস্ত্র।