কলকাতা: গতকাল আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ইডেনে উজ্জ্বল হয়ে উঠলেন হায়দরাবাদ সানরাইজার্সের আফগান ক্রিকেটার রশিদ খান। তাঁর বিধ্বংসী ব্যাটিং ও স্পিন বোলিংয়ের বিধ্বস্ত হল কলকাতা নাইট রাইডার্স। অসাধারণ ফিল্ডিংয়ের নমুনাও পেশ করলেন তিনি। মূলত তাঁরই দাপটে সানরাইজার্স হায়দরাবাদ ১৩ রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়ে ফাইনালে উঠেছে।
প্রথমে ব্যাট করে রশিদ খানের ১০ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংসের সৌজন্যে সানরাইজার্স ১৭৪ রান করে। জবাবে কেকেআরের ইনিংস ২০ ওভারে ১৬১ রানে থেমে যায়।
রশিদ খান ৪ ওভারের স্পেলে মাত্র ১৯ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন। সেই সঙ্গে কয়েকটি ক্যাচও ধরেন। একটি রান আউটেও নিজের অবদান রাখেন তিনি। সবমিলিয়ে তিনি ছাড়া অন্য কাউকে ম্যাচের সেরা ভাবার অবকাশ দেননি রশিদ খান।
ম্যান অফ দ্য ম্যাচ রশিদ খান বলেছেন, এই পুরস্কার তিনি আফগানিস্তানের ক্রিকেট ময়দানে বোমা বিস্ফোরণে নিহতদের উদ্দেশে উৎসর্গ করছেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই আফগানিস্তান পূর্ব নানগরহরে ক্রিকেট ম্যাচ চলাকালে বিস্ফোরণে বেশ কয়েকজন মারা যান।
রমজানের পবিত্র মাসে দিনরাতের ওই টুর্নামেন্টে খেলা দেখতে হাজির ছিলেন প্রচুর সংখ্যক দর্শক।
ম্যাচ সেরার পুরস্কার নিয়ে কী বললেন রশিদ খান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 May 2018 09:53 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -