নয়াদিল্লি: রশিদ খান ভারতের সামনে কোনও বিপদই নয়। অজিঙ্কা রাহানের ছেলেদের কোনও চাপেই ফেলতে পারবে না ও। ১৪ জুন বেঙ্গালুরুতে ভারতের সঙ্গে টেস্ট খেলতে নামছে রশিদের দেশ আফগানিস্তান। টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের সেই অভিষেক ম্যাচের আগে এই প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাতিল।


২০১৫-য় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশের পর থেকেই তাক লাগানো সাফল্য পাচ্ছেন রশিদ। একটি ম্যাচ বাকি থাকতেই চলতি টি-২০ সিরিজে বাংলাদেশকে হারিয়ে মাথায় মুকুট তুলেছে আফগানিস্তান। এই সাফল্যের নায়ক রশিদ। গতকালের ম্যাচে চার ওভারে মাত্র ১২ রানে ৪টি উইকেট পান রশিদ। সদ্যসমাপ্ত আইপিএলেও রশিদের ঘূর্ণি বলের জবাব দিতে পারেননি বিপক্ষের সেরা ব্যাটসম্যানরা।

কিন্তু প্রাক্তন জাতীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান এজন্য তাঁকে বাঘ বলে মানতে নারাজ। তাঁর বক্তব্য, ক্রিকেটের ফর্ম্যাট গুলিয়ে ফেললে চলবে না। এপর্যন্ত রশিদের সাফল্য শুধু টি-২০, আইপিএলেই সীমাবদ্ধ। কিন্তু টেস্টে ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধ বল করা একেবারে অন্য ব্যাপার। শুধু টি-২০ ক্রিকেটের সাফল্য বিচার করেই ওর মূল্যায়ণ করা ঠিক নয়। টেস্টে নিজেকে প্রমাণ করুক ও। রশিদকে প্রাপ্য সম্মান দিয়েও বলছি, ওকে নিয়ে ভারতের খুব বেশি উদ্বিগ্ন হওয়া উচিত বলে মনে করছি না। টেস্ট ক্রিকেটে ও বেগ দিতে পারবে না।

ঘটনা হল, ৪৪টি একদিনের ম্যাচ, ৩২টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেললেও ঘরোয়া ক্রিকেটে মাত্র চারটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন রশিদ। সব মিলিয়ে ফার্স্ট ক্লাসে ৩৫টি উইকেট তুলেছেন, কিন্তু ক্রিকেটের সবচেয়ে বড় ফর্ম্যাটে এখনও পরীক্ষিত হননি।

সন্দীপ পাতিল বলছেন, খুব আগ্রহ থাকবে দেখার রশিদ টেস্ট ম্যাচের চ্যালেঞ্জ কীভাবে সামলায়, ভিন্ন পেস, লেংথে কেমন বোলিং করে। পিচের চরিত্রও মাথায় রাখতে হবে।
আইপিএলের দৌলতে রশিদ ভারতীয় ব্যাটসম্যানদের কাছেও অপরিচিত নন। পাতিলের ব্যাখ্যা, শুধু শিখর ধবন নন, রাহানে, পূজারাদের নিয়ে ভারতের ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। ওরা রশিদকে আইপিএলে খেলে নিয়েছে। ফলে রশিদ কোনও সমস্যা হবে বলে মনে হয় না।