দেহরাদূন: রশিদ খানের ঘূর্ণিতে ফের বেসামাল বাংলাদেশ। ছয় উইকেটে আফগানিস্তানের কাছে হেরে তিন ম্যাচের টি ২০ সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই খোয়াল বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে আফগান লেগ স্পিনার রশিদ খানের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৪ রান করে বাংলাদেশ। রশিদ খানের স্পিনের ফাঁসে হাঁসফাঁস করল বাংলাদেশের মিডল অর্ডার। মাত্র ১২ রানে চার উইকেট নেন রশিদ খান।
বাংলাদেশের ইনিংসের ১৬ তম ওভারে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন রশিদ। ওই ওভারে সাকিব আল হাসান (৩), উইকেটে সেট হয়ে যাওয়া তামিম ইকবাল (৪৮ বলে ৪৬) এবং মোসাদ্দেক হোসেনকে ফিরিয়ে দেন তিনি। বাংলাদেশের রান ওই ওভারের শেষে সাত উইকেট ১০৩ ।
প্রথম দশ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ৮১ রান তুলেছিল বাংলাদেশে। পরের ৬০ বলে পাঁচ উইকেট হারিয়ে তারা মাত্রা ৫৩ রান যোগ করতে সক্ষম হয়।
সাত বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। সামিউল্লা শেনওয়ারি ৪৯ রান করেন।
আগামীকাল সিরিজের তৃতীয় ম্যাচটি নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। কারণ, এর আগের ম্যাচটিও আফগানিস্তান জিতেছিল।