চট্টগ্রাম: টেস্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হতে চলেছেন আফগানিস্তানের রশিদ খান। চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা বাংলাদেশ-আফগানিস্তানের টেস্টে এই রেকর্ড গড়তে চলেছেন তিনি। এর আগে টেস্টে সবচেয়ে কমবয়সে কোনও দলেক নেতৃত্ব দেওয়ার রেকর্ড ছিল জিম্বাবোয়ের ট্যাটেন্ডা টাইবুর দখলে। ২০০৪ সালে ২০ বছর ৩৫৮ দিন বয়সে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিম্বাবোয়েকে নেতৃত্ব দেন টাইবু। রশিদ ২০ বছর ৩৫০ দিন বয়সে বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানকে নেতৃত্ব দিতে চলেছেন।
মনসুর আলি খান পতৌদি ২১ বছর ৭৭ দিন বয়সে টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেন। ওয়াকার ইউনিস ২২ বছর ১৫ দিন বয়সে টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ ২২ বছর ৮২ দিন বয়সে প্রথমবার দলকে নেতৃত্ব দেন। বাংলাদেশের শাকিব আল হাসান ২২ বছর ১১৫ দিন বয়সে টেস্টে প্রথমবার দলকে নেতৃত্ব দেন। তাঁদের সবাইকে ছাপিয়ে যাচ্ছেন রশিদ।
২০১৭ সালের ২২ জুন আইসিসি জানিয়ে দেয়, নতুন টেস্ট খেলিয়ে দল হচ্ছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। ২০১৮ সালের ১৪ জুন থেকে বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়। দ্বিতীয় দিনেই অবশ্য সেই ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। এ বছরের মার্চে দেহরাদুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জিতে নেয় আফগানরা। ইংল্যান্ড ও পাকিস্তানের পর তৃতীয় দল হিসেবে নিজেদের দ্বিতীয় টেস্টেই জয়ের নজির গড়েন রশিদরা। এবার তাঁরা তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নামছেন।
টেস্টে সর্বকনিষ্ঠ অধিনায়কের রেকর্ড গড়ার পথে রশিদ
Web Desk, ABP Ananda
Updated at:
04 Sep 2019 11:47 PM (IST)
রশিদ ২০ বছর ৩৫০ দিন বয়সে বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানকে নেতৃত্ব দিতে চলেছেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -