মুম্বই: কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু করে দিলেন রবি কুমার দাহিয়া। টোকিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন রবি। এবার বুলগেরিয়ায় স্পেশাল ক্যাম্পে অংশ নিতে চলেছেন রবি।


শুধু তিনি একাই নন। তাঁর সঙ্গে রয়েছেন ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকজয়ী দীপক পুনিয়া ও আরও ৬ কুস্তিগীর। আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ ক্যাম্প। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে এই ক্যাম্পে অংশ নেওয়ার জন্য় অনুমোদন চাওয়া হয়েছিল রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে। সেই অনুমোদন দিয়ে দিয়েছে ক্রীড়ামন্ত্রক। মোট ১৪ দলের দল ক্যাম্পে অংশ নিতে চলেছে। সেখান থেকে ফেরার পর সোনিপথে সাইয়ের ক্যাম্পে ন্যাশনাল ক্যাম্প হবে, সেখানে অংশ নেবেন রবিরা। মোট ৮৩ জন উপস্থিত থাকবেন সেখানে। একই সময় লখনউয়ে ৪৮ জনের মহিলা কুস্তিগিরদের দিয়ে আরও একটি ক্যাম্প হবে। 


উল্লেখ্য, টোকিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন রবি দাহিয়া। ৫৭ কেজির ফ্রি স্টাইল কুস্তির ফাইনালে উঠে আগেই রুপো নিশ্চিত করে ফেলেছিলেন ভারতীয় এই কুস্তিগীর। তবে ফাইনালের মঞ্চে দুবারের বিশ্বসেরা রাশিয়ান কুস্তিগীর জাভুর ইগুয়েভের কাছে ৭-৪ ফলে হেরে যাওয়ায় রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল রবিকে। তবে ফাইনাল সহ গোটা অলিম্পিক্সের মঞ্চে যেরকম পারফরম্যান্স মেলে ধরলেন রবি, তা দেখে মুগ্ধ ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।


রবির সাফল্যের পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ট্যুইটারে লিখেছেন, 'টোকিও অলিম্পিক্সে রুপো জয়ী রবি দাহিয়াকে নিয়ে গোটা দেশ গর্বিত। কখনও পিছিয়ে পড়লেও হার না মানা জেদে দুরন্তভাবে ঘুরে দাঁড়িয়ে একাধিক ম্যাচ জিতেছে একজন প্রকৃত চ্যাম্পিয়নের মতোই। যা ওঁর মানসিক কাঠিন্যের প্রমাণ দেয়। দুরন্ত এই সাফল্যের জন্য রবিকে অনেক শুভেচ্ছা ও দেশকে বিশ্বমঞ্চে গর্বিত করার জন্য অভিনন্দন।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, 'রবি কুমার দাহিয়া সত্যিই দুরন্ত কুস্তিগীর। ওঁর লড়াকু মানসিকতা দুর্দান্ত। রুপো জয়ের অভিনন্দন। গোটা দেশ তোমার কীর্তিতে গর্বিত।'