নয়াদিল্লি: ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে ঢুকে পড়লেন রবি শাস্ত্রীও। বোর্ড সূত্রে খবর খুব তাড়াতাড়ি নিজের আবেদনপত্র জমা করতে চলেছেন বিরাট কোহলিদের প্রাক্তন টিম ডিরেক্টর শাস্ত্রী। রবি শাস্ত্রীও জানিয়েছেন যে, তিনি কোচের পদে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, প্রথমে কোচ পদে আবেদন জানাতে শাস্ত্রী রাজি ছিলেন না বলেই সূত্রের খবর। তাঁর পক্ষ থেকে বলা হয়েছিল, বোর্ডের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি কোচ হতে রাজি হবেন। শেষপর্যন্ত সেই অবস্থান বদলে আবেদন জানানোর সিদ্ধান্ত নিলেন তিনি।
উল্লেখ্য, টিম ডিরেক্টর শাস্ত্রীর মেয়াদ শেষের পর কোচ হিসেবে নিযুক্ত হন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা লেগ স্পিনার অনিল কুম্বলে।
অধিনায়ক কোহলির সঙ্গে সংঘাতের জেরে মেয়াদ শেষের পরই ইস্তফা দিয়েছেন কুম্বলে। কুম্বলের পদত্যাগের আগেই অবশ্য কোচ পদে আবেদন গ্রহণের সময়সীমা পেরিয়ে গিয়েছিল। পরে বিসিসিআই নতুন করে আবেদনপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয়। আগামী ৯ জুলাই আবেদন জানানো যাবে।
বোর্ডের এই সিদ্ধান্তের আগে কোচের পদের দৌড়ে বীরেন্দ্র সহবাগই এগিয়ে ছিলেন বলে মনে করা হচ্ছিল। বোর্ডের এক কর্তার কথায় আবেদন করেছিলেন বীরু।
কিন্তু কোহলি যে কোচ হিসেবে চাইছেন শাস্ত্রীকেই তা অজানা নয় ভারতীয় ক্রিকেট মহলে ।
এই পরিস্থিতিতে কোচ বাছাই করবে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠিত বোর্ডের ক্রিকেট পরামর্শদাতা কমিটি।
বীরেন্দ্র সহবাগ, টম মুডিদের পিছনে ফেলে শেষ পর্যন্ত শাস্ত্রী কোচ হতে পারবেন কিনা, তা জানতে আগ্রহী ক্রিকেট মহল।
কোহলিদের কোচের পদে আবেদন জানানোর সিদ্ধান্ত রবি শাস্ত্রীর
ABP Ananda, web desk
Updated at:
27 Jun 2017 06:39 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -