মুম্বই: বিরাট-শাস্ত্রী জুটি কি তাহলে পুরোপুরিই ভাঙতে চলেছে। কিছুদিন আগেই টি-টোয়েন্টিতে জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন বিরাট কোহলি। এবার কোচ শাস্ত্রীর কোচ হিসেবে ভারতীয় ক্রিকেটে জমানাও কি শেষ হতে চলেছে। অন্তত এমনই ইঙ্গিত নিজেই দিয়েছেন ভারতীয় দলের হেডস্যার।


এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, 'আমার মনে হয় যা যা চেয়েছিলাম কোচ হিসেবে অর্জন করতে, তা আমি পেয়ে গিয়েছি। পাঁচ বছর ধরে টেস্টে ১ নম্বর স্থান ধরে রাখা। দুবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জয়। মাইক আথারটনের সঙ্গে কয়েকদিন আগে আমার কথা হচ্ছিল, তাঁকেই আমি বলেছিলাম যে আর কিছু অর্জন করার নেই কোচ হিসেবে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়। এছাড়াও এবার ২-১ ব্যবধানে আমরা সিরিজে এগিয়ে ছিলাম। যেভাবে আমরা লর্ডস ও ওভালে খেলেছি, তা যথেষ্ট প্রশংসনীয়।'


২০১৮-১৯ মরসুম অস্ট্রেলিয়ার মাটিতে শাস্ত্রীর কোচিংয়ে প্রথমবার টেস্ট সিরিজ জেতে ভারতীয় দল। এরপর গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে ফের একবার টেস্ট সিরিজে জয় ছিনিয়ে নেয় বিরাট কোহলিহীন টিম ইন্ডিয়া। শাস্ত্রী আরও বলেন, 'বিদেশের মাটিতে যে কোনও দেশের বিরুদ্ধে তাঁদের দেশের মাটিতে গিয়ে সিরিজ জিতেছি আমরা সাদা বলের ফর্ম্যাটে। টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি জিততে পারি আমরা, তবে তা আইসিং অন দ্য কেক হয়ে যাবে।' ভারতীয় দলকে ক্রিকেটে কোচিং করানোকে ফুটবলে ব্রাজিল ও ইংল্যান্ড দলকে কোচিং করানোর সঙ্গে তুলনা করেছেন শাস্ত্রী। 


উল্লেখ্য, ২০১৭ সালে অনিল কুম্বলের কোচিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের পর শাস্ত্রী কোচ হয়ে আসেন ভারতীয় শিবিরে। এরপর থেকে গত ৫ বছরে টেস্টে সাফল্য এলেও আইসিসি ট্রফি আসেনি তাঁর কোচিংয়েও। তবে বিরাটের সঙ্গে তাঁর জুটি ভারতীয় ক্রিকেটে রাজ করেছে এতদিন ধরে। কিন্তু বিরাট টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই নেতৃত্ব ছাড়ছেন ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই শাস্ত্রীর মেয়াদ শেষ হচ্ছে। এরপর কী হবে? উত্তর হয়ত মিলবে কিছুদিনের মধ্যেই।