মুম্বই: আগামী ২৮ অগাস্ট থেকে এশিয়া কাপে নিজেদের অভিযান শুরু করছে ভারতীয় দল। তার আগে করোনা আক্রান্ত হয়েছেন ভারতীয় দলের হেডকোচ রাহুল দ্রাবিড়। এই পরিস্থিতিতে চাপ বেড়েছে টিম ইন্ডিয়ার (Team India)। দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে পাড়ি দিতে পারছেন না দ্রাবিড় (Rahul Dravid)। তবে ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বড় বয়ান দিলেন।


কী বললেন শাস্ত্রী?


এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার বলেন, ''দ্রাবিড় কোভিড আক্রান্ত হয়েছেন। যা অত্যন্ত চিন্তার বিষয়। কিন্তু আমার মনে হয় এখন করোনা অনেকটা ফ্লুয়েপ সমান। প্যারাসিটেমল খেয়ে পাকিস্তান ম্য়াচের আগে দলের সঙ্গে যোগ দেওয়া উচিত দ্রাবিড়ের।''


বিসিসিআইয়ের বিবৃতি


বিসিসিআইয়ের তরফে আজ, মঙ্গলবার (২৩ অগাস্ট) রাহুল দ্রাবিড়ের করোনা আক্রান্ত হওয়ার কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে সফর করার আগে করোনা পরীক্ষার সময়ই দ্রাবিড়ের রিপোর্ট পজিটিভ আসে এবং তাঁর করোনার হালকা উপসর্গও আছে। করোনা সারিয়েই দ্রাবিড় দলের সঙ্গে আমিরশাহিতে যোগ দেবেন।


বাকি ভারতীয় দল দ্রাবিড়কে ছাড়াই আজ এশিয়া কাপ খেলতে মরুদেশে পৌঁছে যাবে। এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এর পরেরদিন অর্থাৎ রবিবারই (২৮ অগাস্ট) টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ভারতীয় দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপ অভিযান শুরু করবে। তবে যা পরিস্থিতি, তাতে কোচ রাহুল দ্রাবিড়কে সেই ম্যাচের আগে ভারতীয় দল তাদের ডাগআউটে পাবেন, এমন সম্ভবনা ভীষণই ক্ষীণ।


'জিম্বাবোয়েতেও ছিলেন না দ্রাবিড়


প্রসঙ্গত, দ্রাবিড় সদ্যসমাপ্ত ভারত-জিম্বাবোয়ে সফরে দলের অংশ ছিলেন না। তাঁকে ছুটি দেওয়া হয়েছিল এই সিরিজের জন্য। তাঁর বদলে সিরিজে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলেছেন ভিভিএস লক্ষ্মণ। তবে সিরিজ জিততে কোনও সমস্যা হয়নি টিম ইন্ডিয়ার। জিম্বাবোয়েকে হোওয়াইটওয়াশ করে তাঁরা। সেই দলের খুব কমজনই এশিয়া কাপের স্কোয়াডে আছেন। কেএল রাহুলদের জিম্বাবোয়ে থেকে সরাসরি আমিরশাহিতে দলে যোগ দেওয়ার কথা। এদিকে সিরিজের জন্য বিশ্রামপ্রাপ্ত রোহিত শর্মা, ঋষভ পন্থ, বিরাট কোহলিরা আজই ভারত থেকে আমিরশাহির উদ্দেশে রওনা দেবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপে এবার ভারত কেমন পারফর্ম করে, তার ওপর কিন্তু বিশেষ নজর থাকবে।