নয়াদিল্লি: ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রীর বেতন এখনও ঠিক হয়নি। তবে বিসিসিআই সূত্রে খবর, তিনি বছরে সাত থেকে সাড়ে সাত কোটি টাকা পেতে পারেন। অনিল কুম্বলে কোচ থাকার সময় যে প্রস্তাব দিয়েছিলেন, তাতে এই অর্থই দাবি করেছিলেন। তাঁর সেই প্রস্তাবে রাজি হয়নি বিসিসিআই। তবে শাস্ত্রীকে এই অর্থ দেওয়া হতে পারে।


এর আগে ভারতীয় দলের টিম ডিরেক্টর থাকার সময় সাত থেকে সাড়ে সাত কোটি টাকার মধ্যেই ছিল শাস্ত্রীর বেতন। এবারও সেরকমই অর্থ পাবেন তিনি। সাপোর্ট স্টাফদের বেতন হতে পারে বছরে ২ কোটি টাকারও বেশি। ফলে ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের বেতন বাড়তে চলেছে।

বিসিসিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের প্রধান কোচ হিসেবে শাস্ত্রীর নাম চূড়ান্ত হলেও, সাপোর্ট স্টাফদের নাম এখনও চূড়ান্ত হয়নি। কোচের সঙ্গে কথা বলেই সাপোর্ট স্টাফ বেছে নেওয়া হবে। বাছাই করা বিদেশ সফরে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে ভারতীয় এ ও অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড়ের নিয়োগ প্রায় নিশ্চিত। চুক্তি অনুযায়ী তিনি প্রথম বছরে পাবেন ৪.৫ কোটি টাকা এবং দ্বিতীয় বছরে ৫ কোটি টাকা। এছাড়া ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করার জন্য অতিরিক্ত অর্থ পাবেন। তবে বোলিং পরামর্শদাতা হিসেবে জাহির খানকে আদৌ নিয়োগ করা হবে কি না বা তাঁর বেতন কত হবে, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি বিসিসিআই।