মুম্বই: আইসিসি ক্রিকেট কমিটির গুরুত্বপূর্ণ পদ ছাড়লেন রবি শাস্ত্রী৷ কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে৷ কোচ হিসেবে কুম্বলের নির্বাচন নিয়ে বিতর্কের জেরেই ইস্তফা? জল্পনা তুঙ্গে৷
আচমকা সিদ্ধান্ত? না কি কোচ বিতর্কের জের? মিডিয়া রিপ্রেজেন্টেটিভের পদ থেকে ইস্তফা দিলেন ভারতীয় দলের প্রাক্তন টিম ডিরেক্টর৷ কিন্তু প্রশ্ন উঠছে, দীর্ঘ ৬ বছর গুরুত্বপূর্ণ এই পদ সামলানোর পর হঠাত্ কেন ইস্তফা? শাস্ত্রী নিজে অবশ্য বিতর্ক এড়িয়ে জানিয়েছেন, ইতিমধ্যেই আমি পদত্যাগপত্র জমা দিয়েছি৷ ব্যক্তিগত কারণেই সরে দাঁড়িয়েছি৷
যে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান স্বয়ং কুম্বলে, হঠাত্ তারই সদস্যপদ কেন ছাড়লেন শাস্ত্রী? ক্রিকেট মহলে জল্পনা তুঙ্গে৷ ভারতীয় দলের কোচ পদের দৌড়ে ছিল কুম্বলে-শাস্ত্রী কড়া টক্কর৷ শেষ ল্যাপে বাজিমাত কর্ণাটকের দাপুটে স্পিনারেরই৷ টিম ইন্ডিয়ার দায়িত্ব তাঁর হাতেই তুলে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড৷ আর, তা নিয়েই শুরু তরজা৷ শাস্ত্রী-সৌরভ বাগযুদ্ধ৷ পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত আসরে নামতে হয় বিসিসিআইকে৷ তবুও কি নেভেনি বিতর্কের আগুন? শাস্ত্রীর আকস্মিক ইস্তফা অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে৷
আইসিসি-র কমিটি থেকে শাস্ত্রীর পদত্যাগ
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jul 2016 05:40 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -