বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে টিম ইন্ডিয়ার ট্রেনিং ক্যাম্পে এদিন একটা অন্যরকম ছবি৷ ব্যাটসম্যানদের নেট প্র্যাক্টিস চলছে৷ আর, উইকেটের পিছনে একমনে কিপিং করে চলেছেন একজন৷ না, আদৌ ঋদ্ধিমান সাহা নন৷ এই উইকেটরক্ষকের নাম বিরাট কোহালি! এর আগে তাঁর হাত থেকে লেগ-কাটার ডেলিভারি ছুটে আসতে দেখা গিয়েছে৷ কিন্তু, উইকেট কিপিং? কখনও নয়৷
দীর্ঘক্ষণ ব্যাটিং প্র্যাক্টিসের পর এবার নয়া অবতারে বিরাট৷ হাতে গ্লাভস পরে নেমে পড়লেন কিপিংয়ে৷ পেস ও স্পিন বোলিং, দু’রকম ডেলিভারির সঙ্গে রীতিমত দক্ষতার সঙ্গে করলেন কিপিং৷ সাধারণত, ব্যাটসম্যানদের দৃষ্টিশক্তির উন্নতির জন্য এই ধরণের অনুশীলন খুবই সাহায্য করে৷
কিন্তু, এটাই কি একমাত্র কারণ? কেন হঠাত্ নেট প্র্যাক্টিসে ধোনি অবতারে আবির্ভূত ভারতের টেস্ট ক্যাপ্টেন? ক্যাপ্টেন কুলকে কোনওরকম চাপে রাখার কৌশল? উঠছে প্রশ্ন৷
জিম্বাবোয়ে সফর থেকে ফেরার পর রীতিমত খোশমেজাজে রয়েছেন এমএসডি৷ রাঁচিতে নিজের বৃষ্টিতে ভেজার ছবিও পোস্ট করেছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷ স্বস্তির এই ছবি দীর্ঘস্থায়ী হবে তো? ইতিমধ্যেই প্রশ্নটা উঠতে শুরু করেছে ক্রিকেটমহলে৷
কিপিং গ্লাভস পরে 'ধোনি-অবতারে' বিরাট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jul 2016 02:43 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -