মুম্বই: বুধবার বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। যে তালিকা প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে যায় দুই ক্রিকেটারকে ঘিরে। ঈশান কিষাণ (Ishan Kishan) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) - দুই তারকাকে বার্ষিক চুক্তির তালিকা থেকে ছেঁটে ফেলেছে বোর্ড। চোট বা মানসিক স্বাস্থ্যের অজুহাতে ঘরোয়া ক্রিকেট এড়িয়ে যাওয়ার জন্যই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।


চুক্তির তালিকা থেকে বাদ পড়ার পর ঈশান ও শ্রেয়সের পাশে দাঁড়ালেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। এক সময় যিনি ভারতের অধিনায়কও ছিলেন। ভারতীয় বোর্ডের পদক্ষেপকে সঠিক বলে মনে করেন শাস্ত্রী। তবে শ্রেয়স ও ঈশানকে মুছে ফেলতে নারাজ। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের প্রাক্তন কোচ শাস্ত্রী লিখেছেন, 'ক্রিকেট খেলায় প্রত্যাবর্তনই হল চেতনার পরিচয়। শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ, তোমরা চিবুক তুলে থাকো। গভীরে গিয়ে উপলব্ধি কর। চ্যালেঞ্জের মুখোমুখি হও। তারপর আরও শক্তিশালী হয়ে ফিরে এস। তোমাদের অতীতের কৃতিত্বগুলিকে মূল্য দাও। আমার সন্দেহ নেই, তোমরা জিতবেই।'


বিসিসিআইয়ের তরফে বুধবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, 'সবাই দয়া করে মনে রাখবেন যে, এই রাউন্ডে বার্ষিক চুক্তির জন্য শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণকে ভাবনার মধ্যেই রাখা হয়নি।' যা থেকে বোর্ডের অবস্থান স্পষ্ট হয়ে যায়।


ঈশান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলে ছিলেন। কিন্তু সিরিজের মাঝপথেই তিনি সরে দাঁড়ান। মানসিক স্বাস্থ্যের উল্লেখ করেছিলেন তিনি। তাই বিরতি নিতে চেয়েছিলেন ক্রিকেট থেকে। ঈশান কিষাণকে (Ishan Kishan) নিয়ে গোলমালটা পাকায় তারপরের কয়েকটা ঘটনায়। ভারতীয় শিবির (Team India) থেকে মনে করা হয়েছিল, ছুটি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন তরুণ উইকেটকিপার-ব্যাটার। কিন্তু তার পরিবর্তে দুবাইয়ে পার্টি করতে দেখা গিয়েছিল ঝাড়খণ্ডের ক্রিকেটারকে। পরে অমিতাভ বচ্চনের সঞ্চালনায় বিখ্যাত কৌন বনেগা ক্রোড়পতি (KBC) ক্যুইজ শো-তেও অংশ নেন তিনি। টিম ইন্ডিয়ার হেড কোচ যখন রাহুল দ্রাবিড় যখন ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিয়েছিলেন তাঁকে, ঈশান রঞ্জি ট্রফির মানচিত্রের আশেপাশেও ছিলেন না। এমনকী, ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট সংস্থা থেকে জানানো হয়েছিল, ঈশান কোথায় আছেন, তা নিয়ে তাদেরও কোনও ধারণা নেই।


আরও পড়ুন: স্থানীয় ম্যাচে গড়াপেটার চাঞ্চল্যকর অভিযোগ কোহলির সতীর্থের, রিপোর্ট চেয়ে পাঠাল সিএবি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে